১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

নিয়ন্ত্রিত জীবনযাপনেও হতে পারে এ যৌনরোগ

সতর্ক করছেন ডাঃ ধ্রুবা রায়

বেসামাল জীবনযাপন না করলেই যে যৌনরোগ হবে না, এমন গ্যারান্টি কিন্তু নেই৷ কেননা পুরনো সব ধারণা ভেঙে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) বর্তমানে সবচেয়ে বেশি যৌন সংক্রামক অসুখের কারণ৷ একাধিক যৌনসঙ্গী না থাকলে কিংবা বহুগামী না হলেও শরীরে বাসা বাঁধতে পারে এই ভাইরাস৷ শারীরিক মিলনের ফলে পুরুষের দেহ থেকে যা ছড়িয়ে পড়তে পারে সঙ্গীনির দেহে৷ যার ফলে ভবিষ্যতে মহিলাদের সার্ভাইকাল ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে৷

 কীভাবে ছড়ায় এইচপিভি

  •  HIV এবং HSV (হার্বস)-এর থেকে অন্যরকম ভাইরাস HPV৷ কন্ডোম ব্যবহার না করে সরাসরি যৌনসঙ্গম করলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে৷ এছাড়া এই ভাইরাসে আক্রান্ত এমন কারও সঙ্গে ভ্যাজাইনাল, অ্যানাল অথবা ওরাল সেক্স করলেও শরীরে এইচপিভি প্রবেশ করতে পারে৷ ভ্যাজাইনাল এবং অ্যানাল সেক্সের মাধ্যমেই সবচেয়ে বেশি এইচপিভি ছড়ায়৷
  • একাধিক ব্যক্তির সঙ্গে যৌনসঙ্গম করলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়ে৷ তাই যৌনকর্মীদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি৷
  • এইচপিভি সংক্রমিত কোনও ব্যক্তির ত্বকের সংস্পর্শে (হ্যান্ডশেক, জড়িয়ে ধরা) এলেও শরীরে এইচপিভির সংক্রমণ হতে পারে৷
  • মায়ের থেকে গর্ভাবস্থায় শিশুর শরীরেও ছড়িয়ে পড়ে এই ভাইরাস৷

বুঝবেন কীভাবে

  • ‘HPV স্ট্যাটাস’ জানার জন্য কোনও বিশেষ টেস্ট নেই৷ তবে HPV থেকে হওয়া সার্ভিক্যাল ক্যানসারের স্ক্রিন ব্যবহৃত হয় এমন টেস্ট রয়েছে৷ এই ধরনের পরীক্ষাগুলি ৩০ বছর বা তার বেশি বয়সের মহিলাদের করানোর জন্য পরামর্শ দেন চিকিৎসকরা৷
  • HPV আক্রান্তরা অনেকেই জানেন না তাঁরা এই ভাইরাসে আক্রান্ত৷ কারণ, HPV আক্রান্তের সঙ্গে দীর্ঘদিন সহবাস করার অনেক বছর পরেও সঙ্গীর  শরীরে সংশ্লিষ্ট ভাইরাসের কোনও উপসর্গ দেখা দিতে পারে৷ ফলে বেশিরভাগ ক্ষেত্রে রোগী কখন সংক্রমিত হয়েছিলেন তা জানা যায় না৷
  • মহিলারা প্যাপ টেস্ট রেজাল্টে (সার্ভিক্যাল ক্যানসার স্ক্রিনিং-এর সময়ে) অস্বাভাবিকতা দেখে HPV-র অস্তিত্ব জানতে পারেন৷ বাকিরা এইচপিভি থেকে ক্যানসারের মতো কোনও গুরুত্বপূর্ণ রোগের শিকার হলে তবেই এইচপিভির অস্তিত্ব টের পান৷
  • তবে অনেকসময় আবার সারা জীবনেও তেমন কোনও বিপজ্জনক শারীরিক সমস্যা দেখা নাও দিতে পারে৷ সেক্ষেত্রে কোনও উপসর্গ দেখা দিলে তা প্রাথমিক চিকিৎসার পর ঠিক হয়ে যায়৷ সাধারণত আক্রান্তরা এইচপিভি রয়েছে বলে তখনই জানতে পারেন যখন তাঁদের জেনিট্যাল ওয়ার্টস হয়৷ কী এই জেনিটাল ওয়ার্টস, আসুন জেনে নেওয়া যাক৷

জেনিট্যাল ওয়ার্টস

  • এইচপিভি শরীরের একটি নির্দিষ্ট সংক্রমিত জায়গার কোষে পরিবর্তন ঘটায়, যা থেকে জেনিট্যাল ওয়ার্টস অথবা ক্যানসার হয়৷ জেনিট্যাল ওয়ার্টস সাধারণত যৌনাঙ্গের আশেপাশে একটি ছোট আঁচিল হিসাবে দেখা যায়৷ কিংবা অনেকটা অংশ একসঙ্গে ফোলা অবস্থায় দেখা যেতে পারে৷  যৌনাঙ্গ বা তার পাশের জায়গায় এই ধরনের ওয়ার্টস পরীক্ষা করে HPV ভাইরাসের সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়৷
  • প্রাথমিক পর্যায়ে সার্ভিক্যাল ক্যানসারের কোনও উপসর্গ দেখা যায় না৷ তাই সার্ভিক্যাল ক্যানসারের জন্য মহিলাদের নিয়মিত স্ক্রিনিং করানো অত্যন্ত জরুরি৷
  • একজন ব্যক্তি HPV-তে সংক্রমিত হওয়ার পর তা বৃ‌দ্ধি পেতে সাধারণত কয়েক বছর সময় লেগে যায়৷ বিভিন্ন ধরনের HPV-এর  মধ্যে, ক্যানসার সৃষ্টিকারী HPV-এর থেকে জেনিট্যাল ওয়ার্টসের জন্য দায়ী ভাইরাসের প্রকৃতি আলাদা৷ রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে মহিলারা HPV থেকে হওয়া শারীরিক সমস্যা প্রতিরোধ করতে পারেন না৷

HPV–এর মোকাবিলা করবেন কীভাবে

  • চিকিৎসকদের পরামর্শ মতো মহিলা এবং পুরুষ উভয়েই সঠিক বয়সে ভ্যাকসিন নিলে HPV-র সংক্রমণজনিত অসুখের (ক্যানসার, জেনিট্যাল ওয়ার্টস) প্রতিরোধ করতে পারেন৷ ১১-১২ বছর বয়সের মধ্যে এই ভ্যাকসিন নিতে হবে৷ ছ’মাসের মধ্যে তিনটি ধাপে ভ্যাকসিনটি দেওয়া হয়৷ কোনও কারণে ১২ বছর বয়সে ভ্যাকসিন নেওয়া না হলে ছেলেরা ২১ বছর অবধি ও মেয়েরা ২৬ বছর পর্যন্ত ভ্যাকসিন নিতে পারেন৷ সমকামীদের ২৫ বছর পর্যন্ত ভ্যাকসিন দেওয়া যায়৷ এছাড়া, ২১-৬৫ বছরের মহিলারা নিয়মিত স্ক্রিনিং করলে সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধ করা সম্ভব৷
  • HPV সংক্রমণের সম্ভাবনা এড়াতে সহবাসের সময় অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে৷ তবে কন্ডোম দ্বারা আচ্ছাদিত নয় যৌনাঙ্গের এমন অংশে সংক্রমণ হতে পারে৷ তাই এই সংক্রমণ এড়াতে কন্ডোমও সম্পূর্ণ সুরক্ষা দেয় না৷
  • একজন পার্টনারের সঙ্গে যৌনসঙ্গম করুন যিনি শুধু আপনার সঙ্গেই সহবাস করেন৷
  • জীবনসঙ্গী HPV সংক্রমিত কি না জানতে বিয়ের আগে অবশ্যই দু’জনে পরীক্ষা করিয়ে নিন৷
  • HPV সংক্রমণের ফলে হওয়া কোনও অসুখের উপসর্গ শরীরে দেখা দিচ্ছে কি না, সে ব্যাপারে সজাগ থাকতে হবে৷ কোনও সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷ সুত্র-সংবাদ প্রতিদিন

Comments

comments