গবেষণা বলছে…ভারী কোমর মানেই বুদ্ধিমতী
শাকিরার আদলে ছিপছিপে কোমর পাওয়ার জন্য জিমে গিয়ে কী পরিশ্রমই না করেন অনেকে। কেউ পারেন, কেউ পারেন না। যাঁরা পারেন, কিছুটা শ্লাঘা তাঁরা অনুভব করতেই পারেন। আর যাঁরা পারেন না? না, তাঁদেরও দুঃখ করার কোনও কারণ নেই।
কারণ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, যে সব মহিলা ভারী কোমরের মালকিন, তাঁরা সাধারণত বুদ্ধিমতী হন। গবেষকদের ব্যাখ্যা, নারীর ভারী কোমরেই নাকি জমে থাকে বুদ্ধির রসদ।
যে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থেকে মস্তিষ্কে শক্তি সঞ্চারিত হয়, সেই ওমেগা ৩ নাকি জমা হয় নারীর কোমরেই। তাই যত ভারী কোমর, তত বেশি ওমেগা ৩ এবং তত বেশি বুদ্ধি। না এখানেই শেষ নয় ভারী কোমরের উপকারিতা। গবেষকরা বলছেন, ভারী কোমরের মহিলাদের সন্তানরাও তুলনামূলক বেশি বুদ্ধিমান হয়।
সেখানেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সেই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। গর্ভে শিশুর মস্তিষ্কের গঠনের সময় ওই অ্যাসিডই সবচেয়ে বেশি রসদ জোগায়।