যে কারণে বিয়ের পর সব মেয়েই মোটা হয়ে যায়
সেদিন রাস্তায় হঠাত দেখা টিনার সঙ্গে। চিনতেই পারা যাচ্ছিল না। বিয়ে হয়েছে মোটে ২ মাস। কিন্তু এর মধ্যেই ওবেসিটি গ্রাস করেছে ওকে। বিয়ের আগে দিব্যি স্লিম ফিগার ছিল টিনার। কলেজে থাকাকালীন ‘সেক্সি’, ‘অ্যাপিলিং’, ‘সুন্দরী’ বলে বেশ নামডাক ছিল। কয়েকটি রাম্প শো-ও করেছে। কিন্তু, সেই টিনা এই টিনা! চেনা দায়…
টিনার কথা ভাবতে ভাবতেই একটা প্রশ্ন উঁকি দিল মনে। বিয়ের পরই মেয়েরা কেন মোটা হয়ে যায়?
বিশ্বের ৯টি দেশে সমীক্ষা চালিয়ে দেখা গেছে, এর জন্য দায়ী বিয়ের পর দৈনন্দিন জীবনযাত্রা। বিয়ে, মানুষের স্বাস্থ্য ও মনের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলে। একটা ফিল গুড এফেক্ট কাজ করে। এর উপর বিয়ের পর দম্পতিরা অবিবাহিতদের তুলনায় স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন। কিন্তু, সেইসময় কায়িক পরিশ্রমের মাত্রা তুলনামূলকভাবে অনেকটা কমে যায়। ফলে অর্জিত শক্তি খরচ হওয়ার জায়গা পায় না। সেই শক্তি সঞ্চিত হতে থাকে শরীরের মধ্যেই। যার জেরে শরীরে মেদ বাড়তে থাকে। সুত্রঃ জি নিউজ।