সন্তান নিলে নারীর মাঝে যে পরিবর্তন আসে, কিন্তু কেন?
সন্তান নিতে যারা চান না, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে। সম্প্রতি গবেষকরা এক গবেষণার ভিত্তিতে জানিয়েছেন যে নারীদের সন্তান আছে তারা একই বয়সী সন্তানহীন নারীদের তুলনায় বুড়িয়ে যান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সন্তান গ্রহণ করলে নানা ঝামেলায় নারীর মাঝে যে পরিবর্তন আসে, তাতে কিছুটা হলেও বুড়িয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয় নারীদের মাঝে। অন্যদিকে সন্তানহীন নারী অনেকাংশেই ঝামেলামুক্ত থাকেন। আর ঝামেলামুক্ত থাকায় তাদের মাঝে বুড়িয়ে যাওয়ার প্রবণতা কম থাকে।
সম্প্রতি এক গবেষণার আলোকে এ বিষয়টি নির্ণয় করা হয়েছে যে, নারীর কমপক্ষে একটি সন্তান থাকলে তা তাদের বায়োলজিক্যাল বয়স বাড়িয়ে দেয়। এতে তার বাস্তব বয়স যাই থাক না কেন, সমবয়সীদের তুলনায় তাকে বয়স্ক মনে হয়।
এ বিষয়টি অনুসন্ধানের জন্য মার্কিন গবেষকরা ১,৫৫৬ জন নারীর রক্তের নমুনা সংগ্রহ করেন। এ নারীদের বয়স ছিল ২০ থেকে ৪৪ বছর পর্যন্ত। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত এ গবেষণা পরিচালিত হয়। গবেষকরা এ জন্য নারীদের বিভিন্ন জেনেটিক পরীক্ষা করেন এবং তাদের কোষও পর্যবেক্ষণ করেন।
এ ক্ষেত্রে গবেষকরা মানবদেহের ক্রোমোজোমের টেলোমেয়ারের পরিসংখ্যান তুলে ধরেছেন। তারা জানিয়েছেন, টেলোমেয়ার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে আসে। আর এটি সবার ক্ষেত্রে একই মাত্রায় ছোট হয় না। এ বিষয়টি পরিমাপ করেছেন তারা সন্তানসহ ও সন্তানহীন নারীদের মাঝে। এতে দেখা গেছে, সন্তানসহ নারীদের ক্ষেত্রে এটি একই বয়সের সন্তানহীন নারীর তুলনায় কমপক্ষে চার শতাংশ ছোট। আর এটি হয়েছে মূলত সন্তান গ্রহণের কারণে।এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হছে লাইভ সায়েন্সে।