কেটে গেলে প্রাথমিকভাবে কী করবেন
হঠাৎ কেটে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে আতঙ্কিত না হয়ে কী করতে হবে, এই বিষয়ে ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের প্রাইমারি কেয়ার অংশে জানানো হয়েছে। হঠাৎ কাটাছেঁড়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের প্রথমে লক্ষ করতে হবে রক্তপাত বেশি হচ্ছে না কি কম।
কম হলে সে ক্ষেত্রে আমরা একটু চাপ দিয়ে ধরলে রক্তপাত কমবে। এ ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি, তুলা বা পরিষ্কার কাপড় দিয়ে ধরতে পারি। আর বেশি রক্তপাত হলে চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ, এ ক্ষেত্রে রক্তনালি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
তবে প্রথমে রক্তপাত যেই জায়গায় হচ্ছে, সেই জায়গায় নড়াচড়া বন্ধ করতে হবে। ওই জায়গাটা উঁচু করে ধরতে হবে যেন হৃৎপিণ্ডের লেভেলের ওপরে থাকে। হাতে কাটলে হাত উঁচু করতে হবে। পায়ে হলে পা উঁচু করতে হবে।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
এবার ওখানে ব্যান্ডেজ করা যেতে পারে। বেশি রক্তপাত হলে কোনো ফিতা বা দড়ি, স্যালাইনের নল এগুলো দিয়ে বেঁধে দিলে রক্তপাত কমে যাবে। তবে রক্তপাত বন্ধ না হলে চিকিৎসকের কাছে যেতে হবে।
কিছু ক্ষেত্রে রক্তপাত সহজে বন্ধ হতে চায় না। যেমন : ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে, স্টেরয়েড সেবনকারী রোগীদের ক্ষেত্রে বা রোগ প্রতিরোধক্ষমতা কম থাকা রোগীদের ক্ষেত্রে এমন হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
আর একটি বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হলো, টিটেনাসের টিকা যদি দেওয়া না থাকে, তাহলে টিকা দিতে হবে।