জেনে নিন কোমর ব্যথার সমাধান
অনেকে কোমর ব্যথায় বেল্ট ব্যবহার করেন। আবার অনেকে হাঁটুর ব্যথায় ব্রেস বা নি ক্যাপ ব্যবহার করেন। এগুলো ব্যবহার কি ঠিক?
প্রশ্ন : অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যায় হাঁটু ব্যথা বা কোমর ব্যথায় বেল্ট ব্যবহার করা শুরু করেন। এটা আসলে কতটুকু সঠিক?
উত্তর : হাঁটুতে যদি কোনো ধরনের একিউট ইনজুরি হয়, সেই ক্ষেত্রে আমরা সাপোর্টিং ড্রেস হিসেবে নি ক্যাপ ব্যবহার করি। আর কোমরে যদি ব্যথা হয় প্রথম দিকে দুই চারদিন সাপোর্টিং লাম্বার করসেট বা অন্য কোনো ধরনের বেল্ট ব্যবহার করবেন। তবে দীর্ঘমেয়াদি যদি বেল্ট ব্যবহার করেন, তাহলে পেশিগুলো দুর্বল হয়ে যায়। সেজন্য যাঁরা দীর্ঘমেয়াদি এটি ব্যবহার করেন, তাঁরা হয়তো আরাম পান কিন্তু ভবিষ্যতে উনার রোগটা আরো বেড়ে যায়। দীর্ঘমেয়াদি কোনো ধরনের ব্রেস বা নি ক্যাপ এগুলো ব্যবহার করবেন না। দীর্ঘমেয়াদি ভ্রমণ করলে বা চাপযুক্ত কাজ করলে এটি ব্যবহার করতে পারবেন।