জীবন চলার পথে যেকোনো সম্পর্কই খুবই গুরুত্বপূর্ণ। মা-বাবা, ভাই-বোন বা পরিবার ছাড়াও কিছু সম্পর্ক মানুষের তৈরি হয়। যা একদিনে গড়ে উঠে না। কিন্তু এ সম্পর্কগুলো খুব সামান্য কিছু ভুলেই মুহূর্তে ভেঙে যেতে পারে। হারিয়ে ফেলতে পারেন প্রিয় মানুষটিকে। তাই আগেই সচেতন হোন, যাতে বিচ্ছেদের কষ্ট আপনাকে ছুঁতে না পারে। এ ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে, কী কারণে সম্পর্ক ভাঙে।

# সম্পর্কে জড়ানোর সময় অনেকের মধ্যেই কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সঙ্গীর পছন্দের সঙ্গে মানিয়ে নিতে অনেকেই এটা করেন। কিন্তু সম্পর্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো হয়ে গেলেই সমস্যা। তখনই দুইজনের মধ্যে অশান্তির সূত্রপাত হতে পারে। যা পরবর্তীকালে সম্পর্ক ভাঙার দিকে নিয়ে যেতে পারে। তাই নিজে যে রকম সে রকমভাবেই সম্পর্কে যাওয়া উচিত।

# একে অপরের ওপর বিশ্বাস এবং সৎ থাকাটা একটি সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু সম্পর্কের মধ্যে সততা এবং বিশ্বাস যখন হারিয়ে যায়, তখন সেটি ভেঙে যেতে বাধ্য।

# সারাক্ষণ সঙ্গীর সঙ্গে নেতিবাচক কথা বললে সম্পর্কে তিক্ততা বাড়ে। তাই সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চান, তাহলে সঙ্গীর সঙ্গে যতটা সম্ভব ইতিবাচক কথা বলুন।