যেসব গর্ভবতী নারী ধূমপান করেন তাদের সন্তান কিডনির সমস্যা নিয়ে জন্ম নেবার সম্ভাবনা যারা ধূমপান করে না তাদের চেয়ে বেশি। এছাড়া গর্ভকালে ধূমপানের ফলে শিশুরা অল্প ওজনসহ বিভিন্ন জন্মগত সমস্যা নিয়ে জন্মাতে পারে। বার্তা সংস্থা রয়টার্স-এর একটি প্রতিবেদনে এই খবরটি প্রকাশ পেয়েছে।

জাপানের একজন বিশিষ্ট পাবলিক হেলথ গবেষক ড. মাকি শিনজাওয়া কিউটো ইউনিভার্সিটিতে সেই গবেষণাটি শেষ করেন। তিনি বলেন, ‘সিগারেট নিকোটিন এবং নাইট্রোজেন অক্সাইড, পলিকার্বোনেট, কার্বন মনোক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ ত্যাগ করে। এগুলো মাতৃগর্ভের সন্তানের কিডনিতে সমস্যা তৈরি করতে পারে।’

ড. মাকি শিনজাওয়া ও তার গবেষক দল ৪৪,৫৯৫ জন শিশুর প্রস্রাব পরীক্ষা করেন। তাদের কিডনির বিভিন্ন সমস্যার পেছনে দেখা যায় তাদের মা গর্ভাবস্থায় ধূমপান করতেন। শিশুদের সামনে অন্যরা ধূমপান করলেও তাদের কিডনি সমস্যাসহ অন্যান্য সমস্যা হতে পারে।

এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD