মদে পুরুষের যৌন দুর্বলতারোধক ওষুধ ভায়াগ্রা গবেশনায় ফল !!!!
ভায়াগ্রা মেশানো হাজার হাজার অ্যালকোহলের বোতল বিক্রি করছে চীনে মদ উৎপাদনকারীরা। ক্রেতাদের বলা হচ্ছে, ভায়াগ্রা মেশানো এই অ্যালকোহলে ‘স্বাস্থ্য সুরক্ষার গুণাবলী আছে’।
চীনের খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা বিবিসি’কে একথা জানিয়েছেন। এর বিরুদ্ধে অভিযানও শুরু করেছেন তারা।
এছাড়া, সিলডেনাফিল নামে একটি সাদা পাউডারের কিছু প্যাকেট পাওয়া গেছে , যা পুরুষের যৌন দুর্বলতারোধক ওষুধ ভায়াগ্রা নামেই বেশি পরিচিত।
লিউঝু শহরের খাদ্য ও ওষুধ প্রশাসন বলেছে, চীনের সবচেয়ে জনপ্রিয় মদ ‘বাইজিউ’ এর তিন ধরনের বোতলে এ পাউডারের অস্তিত্ব পাওয়া গেছে।
জব্দ করা মোট মদের মূল্য সাত লাখ ইউয়ানের (১ লাখ ১৩ হাজার ডলার)বেশি বলে জানিয়েছেন কর্মকর্তরা।
জব্দ করা মোট মদের মূল্য সাত লাখ ইউয়ানের (১ লাখ ১৩ হাজার ডলার)বেশি বলে জানিয়েছেন কর্মকর্তরা।
Related Posts
Comments
comments