প্রায় ১০ শতাংশ শিশু যক্ষারোগী !!!
দেশে প্রায় ১০ শতাংশ শিশু যক্ষা রোগাক্রান্ত। শনাক্তকরণ জটিলতার কারণে শিশু যক্ষায় মৃত্যু হার বাড়ছে। অধিক জনসংখ্যা ও ঘনবসতির কারণে ঢাকায় শিশু যক্ষা রোগী তুলনামূলক বেশি। বুধবার ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি: শিশু যক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব তথ্য তুলে ধরেন।
বক্তারা আরো জানান, সংক্রমণের ইতিহাস সঠিকভাবে না জানা, অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকল এক্সরে মেশিন, প্রত্যন্ত অঞ্চলে যক শনাক্ত যন্ত্র জিন এক্সপার্টের অভাব, চিকিৎসার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকা, জনসচেতনতার অভাব ইত্যাদি কারণে শহরের তুলনায় গ্রামাঞ্চলে শিশু যক্ষা রোগী শনাক্তের হার অনেক কম। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে হবে।
জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস ও ব্র্যাক যৌথভাবে এটি আয়োজন করে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের যুগ্ম সম্পাদক শামসুল হক জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক।
আরো বক্তব্য রাখেন জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. মোজাম্মেল হক, ন্যাশনাল প্রোগ্রাম কনসালট্যান্ট ডা. মজিবুর রহমান, ব্র্যাকের টিবি, ম্যালেরিয়া, ওয়াশ ও ডিইসিসি কর্মসূচির পরিচালক ড. মো. আকরামুল ইসলাম, ডা. খুরশীদ তালুকদার, ডা. শায়লা ইসলাম, শাগুফতা সুলতানা প্রমুখ।
Related Posts
Comments
comments