ব্লাডার বা মূত্রথলীর ক্যান্সারে যা যা করনীয় !!!
সারা বিশ্বে প্রতিবছর গড়ে প্রায় ১ হাজার পুরুষ মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ব্রিটেনের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে, যারা দিনে একাধিক ডিম খেয়ে থাকেন তাদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশী থাকে।
ব্রিটেনে বর্তমানে প্রায় ৩ লাখ ৩০ হাজার পুরুষ মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত।
মূত্রথলির ক্যান্সার একবার কাউকে ঘায়েল করলে বছর পাঁচেকের মধ্যেই তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এ রোগের প্রতিকার এখন পর্যন্ত আবিষ্কার করতে না পারায় বিজ্ঞানীরা হতাশ।
মুত্রথলির ক্যান্সার বেশি হয় পোল্ট্রিফার্মে বেড়ে ওঠা মুরগির ডিম একাধিক খেলে। আবার দুধ হতে পারে মূত্রথলির ক্যান্সারের জন্মদাতা। প্রায় চৌদ্দটি সমীক্ষায় দেখা গেছে, খামার থেকে সংগৃহীত দুধ এবং দুগ্ধজাত খাদ্য অনেকাংশেই এ রোগের অন্যতম কারণ। এতে মুত্রথলির ক্যান্সার কোষ ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
এতে করে কিছুটা হলেও এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তবে তার থেকেও সবচেয়ে বেশী জরুরি সচেতনতার।