১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

বাতের ব্যথা ভুগছেন? দুশ্চিন্তার কিছু নাই !!!

পেশিতে ব্যথা বা আর্থ্রাইটিসে ভুগছেন? সল্ট বাথের মাধ্যমে সহজ সমাধানে আসুন। ইপসম লবণ কয়েকশো বছর ধরে ব্যথা উপশমে ব্যবহৃত হয়ে আসছে। ইপসম লবণ মিশ্রিত ঈষৎ গরম জলে স্নান নিয়ে ফিরে পান ব্যথামুক্ত ঝরঝরে শরীর।
ইপসম লবণ কী
আমরা খাবারে যে লবণ খাই তা ইপসম লবণ নয়। ইপসমকে লবণ বলা হয় কারণ, এর রাসায়নিক গঠন। ইপসম ইংল্যান্ডের একটি স্থান যেখানে প্রাকৃতিক ঝর্ণা থেকে এ লবণ পাওয়া যায়।
বিভিন্ন ড্রাগস্টোর, সুপারশপ ও খাবারের দোকানে ইপসম লবণ পাওয়া যায়। ইপসম লবণ চর্মরোগ ও আর্থ্রাইটিসসহ বডি রিল্যাক্সমেন্টে সাহায্য করে।
im
কীভাবে কাজ করে
পানিতে এ লবণ ম্যাগনেসিয়াম ও সালফেটের কণা ভেঙে দেয়। তত্ত্ব অনুযায়ী, যখন আপনি ইপসম লবণ মেশানো জলে গা ভিজিয়ে রাখবেন তখন এ উপাদানগুলো আপনার ত্বকের মধ্য দিয়ে শরীরের ভেতর প্রবেশ করে। যদিও তত্ত্বটি সঠিক কিনা তা জানা যায়নি তবে ঈষদুষ্ণ ইপসম জল মাসল রিল্যাক্সমেন্টে সাহায্য করে ও শক্ত পেশি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।
যেসব কারণে ইপসম সল্ট বাথ নেওয়া হয়
•  বাতের ব্যথা ও ফোলাভাব
• ফুসকুড়ি ও মচকে যাওয়া
• ফাইব্রোমায়ালজিয়া: অবসন্ন পেশি, সন্ধিবন্ধনী ও স্নায়ু
• ইনসমনিয়া
• সোরিয়াসিস: ত্বকের লালচেভাব, চুলকানি ও আঁশ ওঠা
• কাজের পর পেশি ব্যথা
• রোদেপোড়া দাগ
• পায়ের ক্লান্তি ও ফোলাভাব ইত্যাদি
ইপসম সল্ট বাথ
স্ট্যান্ডার্ড সাইজ বাথটাবে সহনীয় মাত্রার গরম জলে ১-২ কাপ ইপসম লবণ মেশান। বাথটাবে ১২ থেকে ১৫ মিনিট শরীর ডুবিয়ে রাখুন।
তবে, স্নানের জলে কতোটুকু লবণ দেবেন ও কতোসময় গা ভিজিয়ে রাখবেন তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী করা ভালো।
অভিজ্ঞের পরামর্শ ছাড়া হটটাব বা ওয়্যারপুলে ইপসম লবণ ব্যবহার করবেন না।

Comments

comments