টুথপেস্ট কি আসলেই দাঁত সাদা করে?
দাঁত সুন্দর ও সাদা রাখতে অনেকেই বেশ সচেষ্ট থাকেন। আর এ জন্য বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যবহার করেন। ‘দাঁত সাদা করে দেবে’ এমন চটকদার বিজ্ঞাপন দেওয়া টুথপেস্টের সংখ্যাও তো কম নয়। তবে এসব টুথপেস্ট ব্যবহারে কি আসলেই দাঁত সাদা হয়?
ঢাকা ডেন্টাল কলেজের পিজিটি ট্রেইনি ডা. আহমেদ বুলবুল বলেন, ‘পেস্ট আসলে দাঁত পরিষ্কার করার একটি মাধ্যম মাত্র। আসলে পেস্ট দাঁতকে সাদা করতে পারে না। সব পেস্ট তৈরির উপাদান প্রায় একই রকম থাকে। কেবল গন্ধ বা স্বাদ একটু ভিন্ন রকম হয়।’
আসলে দাঁতের রং নির্ভর করে ত্বকের রঙের ওপর জানিয়ে আহমেদ বুলবুল বলেন, ‘সাদা চামড়ার লোকদের দাঁত সাধারণত হলুদাভ হয়। আর তুলনামূলক কালো চামড়ার লোকদের দাঁত সাদা হয়।’
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
এ ছাড়া আরো বিভিন্ন কারণে দাঁত তার স্বাভাবিক রং হারাতে পারে জানিয়ে ডা. বুলবুল বলেন, ‘ধূমপান, তামাক গ্রহণ, আয়রনযুক্ত পানি পান, দাঁতের প্লাক এসব কারণে দাঁতের রং নষ্ট হয়। দাঁত ভালো রাখতে বা স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে চিকিৎসকের পরামর্শ নিয়ে পলিশিং, স্কেলিং ইত্যাদি করা যায়।’
ডা. আহমেদ বুলবুল বলেন, ‘যদি দাঁত সাদা করার টুথপেস্ট ব্যবহারের কারণে দাঁতের রং সাদাই হতো, তাহলে আর এসব চিকিৎসার প্রয়োজন পড়ত না। মূলত টুথপেস্ট দাঁত সাদা নয়, পরিষ্কার করে।’