নিয়মিত দৈহক মিলন কমাতে পারে পুরুষদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি !!!
প্রস্টেট ক্যান্সার পুরুষদের অন্যতম বিপজ্জনক ক্যান্সার। এ ক্যান্সারে প্রতিবছর বহু মানুষ মারা যায়। কিন্তু সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, নিয়মিত যৌনতায় প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।মার্কিন গবেষকরা জানিয়েছেন যারা ঘন ঘন বীর্যপাত করেন তাদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় কম হতে পারে।
এ বিষয়টি অনুসন্ধান করেছেন বোস্টনের হারভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষকরা। গবেষণাপত্রটির অন্যতম লেখক হারভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষক জেনিফার রাইডার বলেন, ‘বীর্যপাত কতদিন পর পর হয় তা কিছু ক্ষেত্রে গড়পড়তা স্বাস্থ্যকে নির্দেশ করে। যাদের মাসে শূন্য থেকে তিনবার বীর্যপাত হয় তাদের অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে এবং তা প্রস্টেট ক্যান্সারসহ নানা রোগে মৃত্যুর ইঙ্গিত করে।’
তিনি আরও জানান, ‘গবেষণায় দেখা গেছে বীর্যপাত ও প্রাপ্তবয়স্কদের অন্যান্য নিরাপদ যৌনতা প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।’
গবেষকরা জানান, এ বিষয়টি অনুসন্ধানের জন্য তারা প্রায় ৩২ হাজার পুরুষকে অন্তর্ভূক্ত করেন ১৯৯২ সালে। সে সময় তাদের বয়স ছিল ২০-এর কোঠায়। তাদের ২০১০ সাল পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। এ সময় চার হাজার পুরষ প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন।
গবেষকরা জানান, যে পুরুষেরা মাসে কমপক্ষে ২১ বার বীর্যপাত করেন তাদের প্রস্টেট ক্যান্সারের হার ১৯ শতাংশ কম হয়। আর ৪০ বছর বয়সে যে পুরুষেরা প্রায়ই বীর্যপাত করেন তারা ২২ শতাংশ কম প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন।
এ ক্ষেত্রে বীর্যপাতকে প্রস্টেট ক্যান্সারের সঙ্গে যথেষ্ট সম্পর্কযুক্ত বলেই মনে করছেন গবেষকরা। যারা বেশিমাত্রায় বীর্যপাত করেন তাদের প্রস্টেট ক্যান্সার কম হয়, এমনটাই উঠে এসেছে গবেষণা প্রতিবেদনে।
গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান ইউরোলজি জার্নালে।
Related Posts
Comments
comments