এসব স্ট্রোকেরও লক্ষণ
হঠাৎ তীব্র মাথা ব্যথা
বিভিন্ন কারণে মাথা ব্যথা হরহামেশাই হয়। এটাকে অনেকেই আমলে নিতে চান না। কেননা কিছু সময় অবস্থানের পর এটা আপনা-আপনি সেরে যায়। কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী মাথা ব্যথা নিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয়। এটা স্ট্রোকেরও লক্ষণ হতে পারে।
কথাবার্তায় অসংলগ্নতা
এতক্ষণ স্বাভাবিকভাবেই আলাপ করছিলেন সবার সঙ্গে। হঠাৎই অসংলগ্নতা চলে এলো কথাবার্তায়। নিজেই বুঝতে পারছেন না, কী রেখে কী বলছেন। সাবধান হোন, এটা হতে পারে স্ট্রোকের সতর্কতা।
হাঁটার সমন্বয়হীনতা
বেশ হেঁটে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ পা চালাতে বেশ কষ্ট হচ্ছে। ঝুঁকি নেবেন না, চিকিৎসকের শরণাপন্ন হোন।
ঝাপসা দৃষ্টি
মাঝে মাঝে এটা আমাদের সবারই কমবেশি হয়। অনেকে মনে করেন, দুর্বলতার কারণে এটা হয়। ঠিক। কিন্তু সময়টা যদি অনেক হয়, তাহলে সতর্ক হতে হবে। আপনার অসতর্কতা আপনাকে স্ট্রোকের দিকে নিয়ে যেতে পারে।
হঠাৎই গলায় ফ্যাসফেসে ভাব
আলাপচারিতায় ছিলেন। হঠাৎ গলাটা কেমন যেন ফ্যাসফেসে হয়ে গেল! অনেক চেষ্টা করেও স্বাভাবিক করতে পারছেন না। দেরি করবেন না, চিকিৎসকের শরণাপন্ন হোন। এটাকে স্ট্রোকের অন্যতম লক্ষণ বলে ধরা হয়।
হেঁচকি
হেঁচকি বা হিক্কা তো আমাদের ওঠেই। নানা কারণেই এটা উঠতে পারে। খুবই স্বাভাবিক একটা বিষয় এটি। কিন্তু অনবরত হেঁচকি ওঠা এবং কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা স্ট্রোকের লক্ষণ হতে পারে।
হাতে-মুখে ব্যথা
অফিসে কাজ করছেন বা বাসায় শুয়ে বিশ্রাম। হঠাৎ হাত, কাঁধ, আর চোয়ালে ব্যথা শুরু হলো। এমনটা হলে দেরি না করাই ভালো। এটাও স্ট্রোকের অন্যতম লক্ষণ।