৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

নাচেই শরীর ফিট

শরীরকে ফিট রাখতে কত চেষ্টাই না চলছে আজকাল। সেই ভোরবেলা ছেলে-বুড়ো সবাই মর্নিং ওয়াক করছে, কেউ বা দৌড়াচ্ছে।

আজকাল তো অলিগলিতে জিম গড়ে উঠেছে। সেখানে কেউ শরীর ঘামাচ্ছে আবার কেউ ঘরে বসে যোগ ব্যায়াম করছে। এসবই করা হচ্ছে কিন্তু শরীরকে ফিট রাখার জন্য। তবে শুধুই কি মর্নিং ওয়াক, যোগ ব্যায়াম করে বা জিমে গিয়ে শরীর ফিট রাখা যায়? এ ছাড়া অন্য কোনো উপায় কি নেই? আছে, অবাক হলেও সেই উপায়টি হচ্ছে নাচ। আমাদের শরীরকে ফিট রাখতে নাচ দারুণভাবে সাহায্য করে। তবে ব্যায়াম হোক আর নাচ হোক তা সঠিক উপায়ে করা হচ্ছে কি না, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ডায়েটটা ঠিক আছে কি না, সেটাও মূল বিষয়।

ফিটনেসের মূল দরজায় যাওয়ার আগে আমাদের একটু জ্ঞানের দরজায় ঘুরে আসা ভালো। স্বাস্থ্য সম্পর্কে যেমন একটু জেনে নেওয়া ভালো, তেমনি কোন ধরনের ব্যায়াম আমাদের জন্য উপযোগী, তাও জানা গুরুত্বপূর্ণ। স্বভাবতই অন্য অনেক দেশের মানুষের শরীরের তুলনায় আমাদের দেশের মানুষের শরীর একটু ছোট।

এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD

আবার পুরুষদের চর্বি হয় পেটে আর নারীদের কোমর ও নিতম্বে। আর তাই সব ধরনের ব্যায়াম সবার জন্য নয়। কেউ যদি তার শরীরের আকার ঠিক করতে চায় কিংবা তার ফিটনেস উন্নত করতে চায়, তাহলে অলসভাবে হাঁটাহাঁটি করে সে তেমন কোনো উপকার পাবে না। আবার মূল ব্যায়ামের আগে ওয়ার্ম আপকে অনেকেই উপেক্ষা করে, অথচ এটা করা খুবই জরুরি। ব্যায়াম থেকে সর্বোচ্চ উপকার এবং ইনজুরি থেকে দূরে থাকার বড় উপায় হচ্ছে এই ওয়ার্ম আপ। যোগ ব্যায়ামও এই ওয়ার্ম আপ থেকে দূরে নয়।
এবার আসা যাক নাচের বিষয়ে। আজকাল অনেক পরিবারে কলা ও সংস্কৃতি জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ওই সব পরিবারের মেয়েরা শিশুবেলা থেকে নাচ শিখছে। ফিটনেস বিশেষজ্ঞরা মনে করেন, এই নাচ তাদের শরীরকে ফিট রাখতে সাহায্য করছে। বিশেষ করে ভরতনাট্যম এমন একটা নাচ, যার অনেকটা যোগ ব্যায়ামের সঙ্গে সাদৃশ্য রয়েছে। মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত একসঙ্গে কাজ করছে। তাই শরীর ফিট রাখার জন্য জিমে হোক আর যোগ ব্যাায়াম বা নাচ হোক, যেটাতে স্বস্তি পাওয়া যাবে সেটাই বেছে নেওয়া উচিত।

টিপস

১. চিনিজাতীয় খাবার খাওয়া কমাতে হবে।

২. সকালের নাশতাটা ভালো, রাতের খাবারটা হালকা হতে হবে।

৩. খাবারে ভিন্ন ধরনের স্বাদ আনতে হবে।

৪. সকালে খাবারে বাদামজাতীয় খাবার রাখতে হবে।

৫. মৌসুমি ফল ও সবজি খেতে হবে।

৬. একটানা এবং একইভাবে এক ঘণ্টার বেশি বসে থাকা যাবে না। এক ঘণ্টা পর পর উঠে একটু হাঁটাহাঁটি করতে হবে।

৭. সারা দিনে যখনই সুযোগ পাওয়া যাবে, তখনই একটু সিঁড়ি বেয়ে ওপরে ওঠার অভ্যাস রাখা ভালো। —কালেরকন্ঠ

Comments

comments