অর্ডার দিলে ৩০ মিনিটেই চলে আসবে কনডম
অর্ডার দিলে ৩০ মিনিটেই চলে আসবে কনডম !
কনডম প্রয়োজন কিন্তু মুখে এই কথাটা দোকানদারকে প্রকাশ্যে বলতে অনেকেরই গলা শুকিয়ে যায়৷ কাশ্মীর থেকে কন্যাকুমারীতে বিপ্লব, আন্দোলন, আজাদির বহু বীরপুঙ্গব রয়েছেন৷ তবে বাৎস্যায়নের আপন দেশে শারীরিক প্রয়োজনীয়তার কথা মুখ ফুটে বলতে অতি বড় সাহসীরও মুখ থেকে কথা সরে না৷
তবে এবারে গোপনও কথাটি গোপনই রইবে৷ আর অর্ডার দেওয়ার তিরিশ মিনিটের মধ্যেই হাতের কাছে চলে আসবে প্রয়োজনের জিনিসটা৷ কনডম , গর্ভনিরোধক ওষুধ, প্রেগন্যান্সি টেস্ট কিট – সবই মিলবে অর্ডার মাফিক৷ ২৪ ঘণ্টার এই সুবিধা দিচ্ছে গুরুগ্রামের ‘এসএমএস কন্ট্রাসেপ্টিভ’ নামের এক স্টার্টআপ কোম্পানি৷ ফোন কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ কিংবা স্ন্যাপচ্যাট – পছন্দ অনুযায়ী যেকোনও মাধ্যমে দেওয়া যেতে পারে অর্ডার৷ অর্ডার লক হওয়ার আধঘণ্টার মধ্যেই প্রয়োজনের জিনিস গ্রাহকের হাতে তুলে দিচ্ছে সংস্থা৷
নতুন এই কোম্পানির প্রতিষ্ঠাতা ১৮ বছরের শিরহান শেঠ৷ এখনও স্নাতকের গণ্ডি পার হননি শিরহান৷ বাণিজ্য ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছেন ও পি জিন্দল বিশ্ববিদ্যালয়ে৷ নিজের ও আশেপাশের মানুষগুলোর সমস্যা দেখেই এই পরিকল্পনা মাথায় আসে সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া যুবকের৷ আপাতত গুরুগ্রামের মধ্যেই মিলবে তাঁর কোম্পানির পরিষেবা৷ পরে দিল্লি-সহ সারা ভারতে চালু হবে এই ডেলিভারি সিস্টেম৷