১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

এক রাতের খরচ ১৭ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল হিসেবে ওয়ার্ল ট্রাভেল অ্যাওয়ার্ড জিতেছে ইতালীর এক্সেলসিওর হোটেল গালিয়া নামে একটি হোটেল। এটি ব্যয়বহুল হওয়ার কারণ দুনিয়ার সব সুযোগ সুবিধা রয়েছে এখানে। এই হোটেলে থাকলে হলে এক রাতে একজন অতিথির খরচ করতে হয় ১৭ হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় ১৭ লাখ টাকা)। তাই কেউ চাইলেও হোটেলটিতে থাকতে পারেন না!


হোটেলটির দরজা ও জানালায় ব্যবহার করা হয়েছে বুলেটপ্রুফ কাঁচ। তাই গোপন মিটিংয়ের জন্য হোটেলটি খুবই উপযোগী
ইতালির মিলানের গালিয়ায় অবস্থিত হোটেলটি নির্মাণ করা হয়েছে দামি সব উপকরণ দিয়ে। ব্যবহার করা হয়েছে রোমান আমলের পাথর ও কারুকার্য। এই কুরুকার্যগুলোর দিকে তাকালে চোখ আঁটকে যায়। বিশ্বের কোন হোটেলে এত সুন্দর ডিজাইন চোখে পড়ে না।

অবিশ্বাস্য বিষয় হলো হোটেলটির দরজা ও জানালায় বুলেটপ্রফ কাঁচ ব্যবহার করা হয়েছে। তাই হোটেলটি যেকোন গোপন বৈঠক ও সরকারী পর্যায়ে আলোচনার জন্য নিরাপদ।


চোখ ধাঁধানো ডিজাইনে নির্মাণ করা হয়েছে হোটেলটির বেডগুলো
হোলেটটিতে একজন অতিথির জন্য আলাদা আলাদা রুম বানানো হয়েছে। সেই রুমের সঙ্গে সংযুক্ত করা হয়েছে একটি কনফারেন্স রুম, চারটি বেডরুম এবং অন্যান্য সুযোগ সুবিধা। অর্থাৎ একজন অতিথি হোটেলে বসবাস করলে তিনি শুধু তার জন্য বরাদ্দ স্থানেই সব কাজ করতে পারবেন। যেমন এক অতিথির জন্য আলাদা একটি লিফটও তৈরি করা হয়েছে। যেন অতিথির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।


হোটেরটির কনফারেন্স রুম এটি
হোটেলটির এক একেকটি রুমের সেটকে আলাদা আলাদা রঙ দিয়ে রাঙানো হয়েছে। তাই যার যে রঙ পছন্দ, সে সেই রঙের রুমে বসবাস করার করতে পারবে।


প্রাকৃতিক পরিবেশে আরাম করারও ব্যবস্থা করা হয়েছে হোটেলটিতে
হোটেলটিতে বিলাসবহুল ডাইনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এসব ডাইনিংয়ে এক সঙ্গে ১০ জন মানুষের বসার সুযোগ আছে। আর আছে ২৪ ঘণ্টার পরিচারিকার ব্যবস্থা। এছাড়াও হোটেলটিতে এমন সব সুযোগ সুবিধার আছে যা অন্য হোটেল বা সরকারী দামি দামি ভবনেও নেই। তাই সারা বিশ্বের মানুষের কাছে হোটেলটি খুবই পরিচিত। কিন্তু খুবই ব্যয়বহুল হওয়ার কারণে সবার থাকার সৌভাগ্য হয় না হোটেলটিতে।

Comments

comments