শ্যাম্পুর সঙ্গে চিনি, মুহূর্তেই চমক!
সাম্প্রতিক এক গবেষণা বলছে, চিনি চুলের যত্নে ভালো কাজ করে। ব্রিটেনের বিখ্যাত চর্মরোগ বিশেষজজ্ঞ ডা. ফ্রান্সেসকা ফুসকো ওয়েক্সলার বলেন, ‘শ্যাম্পু করার সময় সঙ্গে চিনি যোগ করুন। চিনি চুলকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আরো বেশি সুন্দর করবে।’
এ ব্যাপারে বিশেষজ্ঞ মারি ক্লেয়ার বলেন, ‘নিয়মিত শ্যাম্পুর সঙ্গে চা চামচে এক চামচ চিনি মেশান ও মাথায় আলতো করে লাগান। এতে নিশ্চিত আপনার চুলের খুশকি দূর হবে। পাশাপাশি পাবেন- সুন্দর, পরিষ্কার ও ভাল আর্দ্রতাসম্পন্ন চুল। যা সাধারণত শুধু শ্যাম্পু ব্যবহার করলে পাওয়া যায় না।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতি চারবারে একবার ময়েশ্চারাইজিং শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে মাথার ত্বকের মৃত কোষ হঠিয়ে দিতে সাহায্য করে। এজন্য শ্যাম্পুতে চিনি মিশিয়ে গুলে নিতে হবে।
হেয়ার স্টাইলিশ হিরো মিয়োসি বলেছেন, চুলের সঙ্গে সঙ্গে মাথার ত্বকও পরিষ্কার রাখা জরুরি। ত্বক পরিষ্কার না হলে চুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। সেইসঙ্গে চুলে ইরিটেশনও হয়।
অন্যদিকে, গোল্ডসওর্দি-র স্টাইল ডিরেক্টর অবশ্য চিনি মেশানোর তত্ত্ব মানতে নারাজ। তিনি বলেছেন, এর পরিবর্তে অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে শ্যাম্পু করাটা উপকারী।