যেসবে ‘দুর্বল’ হয় আপনার পৌরুষ…
দাম্পত্যজীবনে পুরুষরা শারীরিক দুর্বলতার কারণে মানসিক অশান্তিতে ভোগেন। সংস্কার, অপসংস্কার বা কুসংস্কারের জন্য অনেকেই এ দুর্বলতার চিকিৎসা নেন না। এর বড় কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক, হরমোনের অভাবে বা মস্তিষ্কের রোগের কারণেও সমস্যা হতে পারে। পুরুষদের রক্তনালী সরু হয়ে যাওয়া বা শিরায় যথেষ্ট রক্ত ধারণ করতে না পারাটাও এসব সমস্যার জন্ম দেয়।
১. বার্ধক্য
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরবৃত্তীয় ও মানসিক যেসব পরিবর্তন হয় তাতে প্রভাব পড়তে পারে। কিছু রোগ যেমন- ডায়াবেটিস, স্থূলতা, প্রস্টেট গ্রন্থি বড় হওয়া, উচ্চ রক্তচাপ, হরমোনের সমস্যায় দাম্পত্য জীবনে প্রভাব ফেলে।
২. ধূমপান
ধূমপান পুরুষের অঙ্গের উত্থান ব্যাহত করে।
৩. ওষুধ
কিছু ওষুধ পুরুষের ক্ষমতা কমিয়ে দেয়- যেমন মানসিক রোগের ওষুধ, স্টেরয়েড, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ওষুধ, নেশা উদ্রেককারী ওষুধ ও এলকোহল সেবন পুরুষত্বে সমস্যা হয়। শিরদাঁড়া বা মেরুদণ্ডে আঘাতেও সমস্যা হতে পারে। এ ছাড়া ডিপ্রেশন, মানসিক চাপ বা উত্তেজনাও লিঙ্গোত্থানে সমস্যা হয়।
৪. চিকিৎসা
কেমন দুর্বলতা হল তার কারণের উপর নির্ভর করে চিকিৎসা দিতে হয়। সিলডেনাফিল, এন্ড্রোজেন জাতীয় হরমোন, মূত্রনালীতে প্রয়োগ করা হয় এমন ওষুধ দিয়ে সাধারণত চিকিৎসা দেয়া হয়।