বিয়ে না করেই পালালো প্রেমিক
বিয়ের দিন বিয়ে না করে পালিয়েছেন প্রেমিক। প্রেমিকের নাম শামীম মোল্লা (২৫)। তিনি কুমিল্লা সেনাক্যাম্পে সেনা সদস্য হিসেবে কর্মরত আছেন। রাজবাড়ী সদরের মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রামের আক্কাছ মোল্লার ছেলে শামীম।
বুধবার ছিলো বিয়ের দিন। প্রেমিকে পালিয়ে যাওয়ায় ৩ দিন ধরে তার বাড়িতে অনশন করছেন প্রেমিকা।
বৃহস্পতিবার দুপুরে অনশনরত প্রেমিকা দাবি করেন, তার বাড়ি জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে। তারা দুজন একসঙ্গে ২০১৫ সালে রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। সেখানেই তাদের পরিচয়, পরিচয় থেকে প্রেম। একপর্যায়ে শামীম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ফুসলিয়ে মৌখিকভাবে কবুল বলে বিভিন্ন সময়ে তার সঙ্গে দৈহিক মেলামেশা করে শামীম।
সম্প্রতি শামীম তাকে বিয়ে করতে গড়িমসি করলে তরুণীটি তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর তার পরিবারের লোকজনও শামীমের পরিবারকে জানায়। কিন্তু শামীম টালবাহানা করতে থাকে। উপায় না পেয়ে তিনি মঙ্গলবার সকালে শামীমের বাড়িতে গিয়ে উঠেন। তখন শামীমও বাড়িতে ছিল।
এ ঘটনার পর বুধবার সকালে তার পরিবারের লোকজন শামীমের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কথাবার্তার এক পর্যায়ে শামীম তাকে বিয়ে করতে রাজিও হয়। কিন্তু দুপুরের পর শামীম কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।
শামীমের বাবা আক্কাছ মোল্লা জানান, আমরা বিয়ের আয়োজনও করেছিলাম। কিন্তু দুপুরের পর থেকে শামীমকে পাওয়া যাচ্ছে না।
মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মান্নান মুসল্লী জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে অভিযোগ পেলে উভয় পক্ষের লোকজন সঙ্গে নিয়ে সমস্যা সমাধান করতে চেষ্টা করব।