সাবধান! যৌন মিলনের আগে এই কাজটি ভুলেও করবেন না
প্রশ্ন যখন যৌনতার, তখন একটি শব্দ বলে দেওয়াই যায়। ভ্রান্ত ধারণা। নানা বদ্ধমূল ধারণা মিথ হয়ে গিয়েছে। তেমনই একটি মিথ ভেঙে গেল। এত দিন যা ভাবতেন, আজ জানবেন, তা ভুল।
কী করবেন, কী করবেন না।
বলা হত, সেক্স-এর আগে বাথরুমে যাওয়া জরুরি। প্রস্রাবের সঙ্গে সেক্স-এর প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে বলে মনে করা হত। কিন্তু নিউ ইয়র্কের ইউরোলজিস্ট ডেভিড কফম্যান বলছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল।
তিনি বলছেন, সেক্স-এর আগে প্রস্রাব বিশেষ করে মহিলাদের জন্য সাংঘাতিক বিপদ ডেকে আনতে পারে। কেননা, এতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। প্রস্রাবের পরে ব্যাকটিরিয়া থেকে যায় ইউরিনারি ট্র্যাক্ট-এ। সেক্স-এর সময়ে সেই ব্যাকটিরিয়া ঢুকে যেতে পারে ইউরেথ্রা-তে।
কফম্যান বলছেন, সেক্স-এর পরে প্রস্রাব করলে সেই সব ব্যাকটিরিয়া শরীর থেকে বেরিয়ে যায়। তাঁর কথায়, ‘‘হনিমুন সিসটিটিস-এর কারণই হল সেক্স-এর আগে প্রস্রাব করা। ইউরেথ্রাল লাইনিং-এ ব্যাকটিরিয়া সেঁটে থাকে।’’
সমাধানের উপায়? সেক্স-এর আগে প্রস্রাব পেলে যেতে বাধা নেই। তবে মনে রাখতে হবে, তার পরে যেন যথেষ্ট পরিমাণে জল খাওয়া হয় যাতে সেক্স-এর পরে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়।