কাকের গতিবিধি জানিয়ে দেবে শুভাশুভ!
‘কাক চরিত্র’। অতি প্রাচীন এই শাস্ত্র নানাভাবে মানুষের উপকার করেছে এবং করে চলেছে। কাকের গতিবিধি দেখে কী করে বোঝা যেতে পারে শুভাশুভ, তারই হদিশ দিয়েছে ‘কাক চরিত্র’।
-
কোথাও যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। এমন সময়ে দেখলেন, কোনো উঁচু জায়গা থেকে কাক উড়ে নীচের দিকে নামছে। যাত্রা স্থগিত রাখুন। এমন দৃশ্য দেখার পরে আপনার কোনো কাজই সিদ্ধ হবে না।
-
যদি দেখেন উপর থেকে নীচে উড়ে আসা কাক মুখে মাংসখণ্ড নিয়ে নামছে, তা হলে ফুটপাথ ধরে চলুন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
-
কাক যদি কোথাও যাত্রাকালে মুখ থেকে হাড় বা আবর্জনা ফেলে, তবে জানবেন আপনার যাত্রা তো পণ্ড হলই, সেই সঙ্গে বেশ কিছু শত্রুও তৈরি হয়ে রইল আপনার পিছনে।
-
যাত্রাকালে যদি দেখেন কাক মুখে ফলের টুকরো নিয়ে পূর্ব থেকে পশ্চিমে অথবা উত্তর থেকে দক্ষিণে উড়ে যাচ্ছে, তবে বুঝতে হবে সময় শুভ। যে কাজে বেরচ্ছিলেন, তা সফল হবেই।
-
কোনো রোগীর রোগশয্যার পাশে যদি কোনো কাক মাংসের টুকরো বা লাল কাপড়ের ছেঁড়া টুকরো ফেলে যায়, বুঝতে হবে সেই ব্যক্তির অসুখ আর সারার নয়।
-
মন সুখ করে সাট্টা অথবা জুয়া খেলতে বসেছেন। এমন সময়ে আপনার মাথার উপরে কাক কা-কা শব্দ করে উড়ে গেল। আসর থেকে উঠে পড়ুন। এদিন খেলায় আপনি দফায় দফায় হারবেন।
-
রোববার যদি কোনো কুয়ায় কাক মরে পড়ে থাকতে দেখেন, তবে বুঝবেন অজন্মা বা মহামারী আসন্ন।