নারিকেল তেলের ব্যবহার
নারিকেল তেল ব্যবহার করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিভিন্নভাবে এই তেলের ব্যবহার হয়ে থাকে। বাহ্যিক ত্বকের জন্য আবার আনরিফাইন্ড ভার্জিন তেল যা খাবার তেল হিসেবেও ব্যবহার করা হচ্ছে। তবে বাংলাদেশ তেলটি বাহ্যিক ত্বকের ব্যবহারেই বেশি প্রচলিত। চুলের যত্ন থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে নারিকেল তেল এক মোক্ষম উপাদান। এর গুনাগুন কিংবা উপকারিতা যতই বলি না কেন কম হয়ে যায়। আজকে তাহলে জেনে নিন নারিকেল তেলের ব্যবহার ও এর জানা অজানা গুনাগুন।
১) নারিকেল তেল শুনলেই সর্বপ্রথম চুলের কথাই মাথায় আসে। রুক্ষ শুষ্ক ফাটা চুল ঠিক করতে নারিকেল তেলের বিকল্প আর কিছুই নেই। এটি চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। নিয়মিত নারিকেল তেল ব্যবহার করলে চুলের দ্রুত বৃদ্ধি পায়। চুলের স্বাস্থ্য ভালো রাখতে নারিকেল তেল এক ও অনন্য।
২) নারিকেল তেল মশ্চারাইজার হিসেবে লোশনের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে।
৩) মেকআপ করে তা মুছে ফেলাও মেয়েদের জন্য এক ঝামেলা। ঘষাঘষি করে অনেক সময় তোলা যায় না চোখ ও মুখের মেকআপ। মেকআপ ঘষতে গিয়ে অনেক সময় চোখ জ্বালাপোড়া ও সহ্য করতে হয়। তুলোয় সামান্য নারিকেল তেল ব্যবহার করে খুব সহজেই ভালোভাবে চোখ ও মুখের মেকআপ তোলা যায়।
৪) নারিকেল তেল ত্বকের বিভিন্ন কালো দাগ হালকা করে তুলতে সাহায্য করে।
৫) তলপেট এবং পায়ের চামড়ার ফাটা দাগ দূর করতে নারিকেল তেল অনেক কার্যকর। এটি গর্ভাবস্থায় পেটের চামড়ার ফাটা দাগ হালকা করে তোলে।