যে কারণে সন্তান প্রসবের সময় স্বামীকে পাশে রাখা জরুরী
গবেষকদের মতে বহির্বিশ্বে স্ত্রীর ডেলিভারির সময় স্বামীকে পাশে রাখা উচিত। এতে স্ত্রীর মন অনেক বেশী আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
ডেলিভারির সময় স্বামীকে পাশে পেলে স্ত্রীরা ভাবে নতুন কোন মানুষকে পৃথিবীতে আনতে হয়তো আমার মৃত্যুও হতে পারে, কিন্তুু সৌভাগ্য আমার যে, আমার এই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আমার স্বামী আমার পাশে আছে।
স্ত্রীরা আরও ভাবে, আপাতত আমি আমার স্বামীর চেহাড়ার দিকে তাকিয়ে সব যন্ত্রনা হাঁসিমুখে মেনে নিতে পারবো। কিন্তু অনেক দেশেই আঁতুড়ঘর তো দুরের কথা হসপিটাল এর অপারেশন রুমের আশেপাশে ও স্বামী কে রাখা হয়না।
তবে স্বামী পাশে থাকতে চাইলে এ বিষয়ে অনেক ডাক্তারের আত্মসম্মানে লাগে। কিন্তু একজন স্বামী যদি স্ত্রীর পাশে থেকে ডেলিভারি বা সিজারের কষ্ট টা দেখে তবে পরবর্তিতে স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না বলে মনে করেন গবেষকরা।
গবেষকরা আরও মনে করেন, সে যতো নিষ্ঠুর পুরুষ-ই হোক না কেন। একটু হলেও তার স্ত্রী প্রসব যন্ত্রনার কথা উপলব্ধি করে তার স্ত্রী কে সব সময় মায়ার চাদরে আগলে রাখবে।