অবসাদ কমাবে ম্যাজিক মাশরুম
অবসাদ কমাতে সাহায্য করে ম্যাজিক মাশরুম। এমনই দাবি করেছেন যুক্তরাজ্যের লন্ডনের ইম্পিরিয়াল কলেজের গবেষকরা।
তাদের দাবি, অবসাদে আক্রান্ত কিছু রোগী প্রথাগত চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। তাদের ওপরে সাইলোসাইবিন নামে একটি রাসায়নিক ব্যবহার করা হয়। এটি সাধারণত পাওয়া যায় ম্যাজিক মাশরুমে। ওই যৌগটি প্রয়োগ করার কয়েক সপ্তাহ পরই অনেকের অবসাদ অনেকটা কমে যায়।
গবেষকদের দাবি, মস্তিষ্কের যে অংশ অবসাদের জন্য দায়ী সেখানে গিয়ে কাজ করে ম্যাজিক মাশরুমের ওই যৌগ। পরীক্ষামূলকভাবে ওই যৌগটি প্রয়োগ করার আগে ও পরে রোগীদের মস্তিষ্কের ছবি নেয়া হয়। এতে দেখা যায় ওষুধ প্রয়োগের একদিন পর মাস্তিষ্কের কার্যকলাপে পরিবর্তন এসেছে।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
ইম্পিরিয়াল কলেজের গবেষক রবিন কারহার্থ হ্যারিজ বলেছেন, এই প্রথম অবসাদগ্রস্ত রোগীদের ওপরে সাইলোসাইবিন প্রয়োগ করে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা গেছে। ওই রোগীরা এতদিন প্রথাগত চিকিৎসায় ছিলেন।
ওষুধটি নেয়ার পর রোগীদের কেউ কেউ বলেছেন, মনে হচ্ছে কম্পিউটারের মতো আমাদের মস্তিষ্কেও রিবুট করা হয়েছে। সূত্র: জি নিউজ