পানিতো খাচ্ছেন, কিন্তু জানেন কি এক গ্লাস ট্যাপের পানিতে আসলে কী আছে?
বিশ্বের বিভিন্ন স্থানে বাসা-বাড়িতে যে পানি সরবরাহ করা হয় তা নিয়ে বড় পরিসরে গবেষণা চালিয়েছেন বিশেষজ্ঞরা। কোন স্থানে পানি বিশুদ্ধ হলেও এমন অনেক স্থান রয়েছে যেখানে দূষিত পানি ব্যবহার করে মানুষ।
তবে এই সাপ্লাইয়ের ট্যাপের পানিতে বেশ কিছু প্রাকৃতিক ও সিনথেটিক উপাদানের দেখা মেলে। এদের কিছু সত্যিকার অর্থেই বিস্ময়কর। এখানে জেনে নিন, স্রেফ এক গ্লাস ট্যাপের পানিতে কী রয়েছে?
বিশ্বের বিভিন্ন দেশের ট্যাপের পানিতে ১০টিরও বেশি উপাদানের সন্ধান মিলেছে। এদের কয়েকটির দেখা সবখানেই মেলে। জেনে নিন-
১. ক্লোরাইড : এটি সাধারণত জীবাণুনাশক উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। তবে সাপ্লাইয়ের পানিতে খুব কম পরিমাণেই এর দেখা মেলে।
২. আর্সেনিক : যেসব দেশে সাপ্লাইয়ের পানি বিশুদ্ধ নয়, সেসব দেশের পানিতে আর্সেনিকের দেখা মেলে। তবে তা নিরাপদ মাত্রায় দেখা যায়। সামান্য বেশি হলেও কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে।
৩. লিড : পুরনো পাইপ লাইন থেকে সিসা পানিতে মিশে যেতে পারে। এটি বেশ কিছু শারীরিক সমস্যার জন্য দায়ী থাকে।
৪. লবণ : পানিতে যদি লবণাক্ত ভাব থাকে, তাহলে ধরে নিতে পারে স্যুয়ারেজ লাইনের জিনিসপত্র পানির লাইনে প্রবেশ করছে।
৫. হাইড্রোজেন সালফাইড : এটা ঠিক ক্ষতিকর নয়। তবে পানিতে কটু ও অস্বস্তিকর গন্ধের সৃষ্টি করে।
৬. কপার : এটা নিরাপদ। তবে প্রতি লিটারে ১.৩ মিলিগ্রামের নিচে নেমে গেলেই কিন্তু বিপজ্জনক।