পুষ্টিগুণ সম্পন্ন তিলের তেল
ছোট কালচে তিলের দানা থেকে তৈরি হয় তিলের তেল। এই তেল প্রচুর পরিমানে পুষ্টিগুণ সম্পন্ন। রান্নায় তিলের তেলের রয়েছে সমান গুরুত্ব। অন্যান্য ভোজ্যতেলের তুলনায় আবার এই তেল পাওয়া যায় সুলভমূল্যে। তাই পুষ্টিগুণ সম্পন্ন এই তেলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক বিস্তারিত।
– তিলের তেল স্বাস্থ্যকর ফ্যাটি এসিড সমৃদ্ধ যা নানা ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে।
– প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তিলের তেল নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম।
– নিয়মিত তিলের তেল খেরে ডায়াবেটিস দূর করে দেয়।
– তিলের তেল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
– ত্বকের ক্ষত সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে।
– বিষণ্ণতা দূর করে আপনাকে রাখতে পারে প্রাণ চঞ্চল।
– তিলের তেল, বাইরের ক্ষতি থেকে শরীরের কোষের ডিএনএ সুরক্ষিত রাখে।
– গবেষণায় দেখা গেছে তিলের তেল ক্যানসারের বৃদ্ধি দমন করতে সহায়তা করে।
– শুষ্ক ত্বকের জন্য চমৎকার ময়েশ্চারাইজার ।
– তিলের তেল শক্তিশালী বার্ধক্য বিরোধী হিসেবে কাজ করে।
– এটা বাতগ্রস্ত রোগীদের জন্য আয়ুর্বেদীয় তেল হিসেবে ব্যবহৃত হয়। এটি রিউম্যাটয়েড চিকিৎসায় ব্যবহার করা হয়।
– তিলের তেল দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ দেয়।
– তিলের তেলের ব্যবহারে ত্বক হয় সজীব। রোদে পোড়া ভাব দূর করতে এই তেল খুবই উপকারী।
– চুল পড়া, খুশকি রোধে তিলের তেল উপকারী, মাথাও ঠাণ্ডা রাখে।