যৌন ক্ষমতা ধংস করে মানুষিক চাপ
নিয়মিত মানসিক চাপের মধ্যে থাকা শুধু ঘুম ও রোগ প্রতিরোধ ক্ষমতারই ক্ষতি করে না। বরং ধংস করে দিতে পারে পুরুষের যৌন সক্ষমতা!
দীর্ঘসময় ধরে নিয়মিত মানসিক চাপের মধ্যে থাকলে পুরুষের যৌনজীবনে বড় জটিলতা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে এমন মানসিক অবস্থা ইরেকটাইল ডিসফাংশনের কারণ হতে পারে।
এই জটিলতা দেখা দিলে পুরুষের সঙ্গমের সময়কাল স্থায়ী হয় না। এমনকি সবকিছুই স্বাভাবিক থাকলেও এতে জটিলতা দেখা দিতে পারে।
সম্প্রতি এসব তথ্য জানান স্যার গঙ্গারাম হাসপাতালে কর্মরত রোবটিক অ্যান্ড কিডনি ট্রন্সপ্ল্যান্ট সার্জন ডা. ভিপিন ত্যাগী।
এই জটিলতা যে কোনও বয়সী পুরুষের মধ্যেই দেখা দিতে পারে। তবে বয়সের সঙ্গে সঙ্গে এই জটিলতার ঝুঁকিও বাড়ে।
নিজের পার্টনারের সঙ্গে, বা ভালো কোনও বন্ধুর সঙ্গে অথবা একজন বিশেষজ্ঞর সঙ্গে খোলাখুলি কথা বলে এই সমস্যার সমাধান করা যায়।