গবেষণা: ধূমপানে প্রতি ১০ জনে একজনের মৃত্যু
ধূমপান নিয়ে ভয়ংকর এক প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট। সেখানে বলা হচ্ছে, সিগারেটের কারণে বিশ্বজুড়ে প্রতি দশজনের মধ্যে একজন মারা যাচ্ছে। এর অর্ধেকই ঘটছে চীন, ভারত, আমেরিকা এবং রাশিয়াতে।
প্রতিবেদন বলা হচ্ছে, কোনো কোনো দেশ উচ্চ কর আরোপ, সিগারেটের প্যাকেটে সতর্কবার্তা এবং প্রচার কাজের মাধ্যমে সিগারেটে আসক্তি কিছুটা কমিয়ে আনতে পেরেছে। তবে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।
এদিকে, বিশ্বব্যাপী পুরুষের পাশাপাশি নারী ধূমপায়ীদের সংখ্যাও কম নয়। ২০১৫ সালের প্রতিবেদন অনুসারে প্রতি ২০ জনের মধ্যে একজন নারী সিগারেটে আসক্ত।
ধূমপানের কুফল সম্পর্কে সিনিয়র গবেষক ডক্টর ইমানুয়েলা গাকিডোও বলেছেন, ‘বিশ্বে প্রতি চারজনে একজন ধূমপান করছে। অকালে মৃত্যুর প্রধান একটি কারণ ধূমপান। সেইসাথে প্রতিবন্ধীত্বেরও কারণ এটি।’