প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেটস, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাংগাল উপাদান থাকায়, আমাদের শরীরের জন্য মধু খুবই উপকারী। মধুর অনেক গুণাগুণের কথাই তো আমার জানি। কিন্তু এটা কি জানেন, মধু ওরাল ক্যানসার বা মুখের ক্যানসারও অনায়াসে সারিয়ে দিতে পারে? পাক তন্ত্রজনিত সমস্যা, আলসার, কফ, গলার সংক্রমণ এবন যেমন মধু সারিয়ে দিতে পারে, তেমনই কিছু ধরণের ক্যানসার এবং হৃদরোগও সেরে যায় মধু থেকে।

কাটা, ছড়া, ঘা প্রভৃতি সারাতে অ্যান্টি সেপটিক হিসেবে মধু ব্যবহৃত হয়। ত্বকের জন্যেও মধু খুবই উপকারী। ব্রন, অ্যাকনে প্রতিরোধ করে, এবং ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। তবে এসবের থেকেও মধুর উপকারিতা খুঁজে পেয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। মুখের ক্যানসারের ক্ষত সারাতেও মধু কাজ দেয়।

বায়ো টেকনোলজিস্ট এবং চিকিত্‌সকেরা জানিয়েছেন, কীভাবে মধু দিয়েই মুখের ক্যানসারের ক্ষত অনায়াসেই সারিয়ে ফেলা যায়। তাঁরা জানিয়েছে, মধু দিয়ে শুধুমাত্র খুব তাড়াতাড়িই মুখের ক্যানসারের ক্ষত সারিয়ে ফেলা যায় তাই নয়, মধু মুখের অন্যত্র সেই ক্ষত ছড়িয়েও পড়তে দেয় না।

এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD