সরিষার তেলে সুস্থ ত্বক
ত্বকের যত্নে নারিকেল তেল আর অলিভ অয়েলের ব্যবহারের জুড়ি নেই। কিন্তু ত্বক বা চুলের যত্নে মানুষ দীর্ঘ দিন ব্যবহার করে আসছে সরিষার তেল। কেননা সরিষার তেলও ত্বকের যত্নে অতুলনীয়। গবেষকরা বলছে, রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা ত্বকের র্যাশ দূর করে ত্বককে করে উজ্জ্বল। নিয়মিত সরিষার তেল ম্যাসাজ করলে ত্বক হয় উজ্জ্বল ও দাগহীন।
ব্যবহার
* মেকআপ তুলতে পারেন সরিষার তেলের সাহায্যে। এছাড়া লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করেও ত্বক প্রাণবন্ত করে সরিষার তেল।
* কয়েক ফোঁটা সরিষার তেল ত্বকে ম্যাসাজ করুন। নিয়মিত ম্যাসাজ করলে বলিরেখা পড়বে না ত্বকে।
* প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে সরিষার তেল।
* দাগহীন ত্বকের জন্য নিয়মিত ত্বকে ম্যাসাজ করুন সরিষার তেল।
* শুষ্ক ত্বকের যত্নে সরিষার তেলের জুড়ি নেই। এটি ত্বকে কমে থাকা মরা চামড়া দূর করে।
* ত্বকের রোদে পোড়া দাগ দূর করার জন্য বেসন ও দইয়ের সঙ্গে সরিষার তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস দিন মিশ্রণে। এটি নিয়মিত ব্যবহার করলে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ।
* ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন সরিষার তেলের ফেসপ্যাক। বেসন ও লেবুর রসের সঙ্গে সরিষার তেল মিশিয়ে তৈরি করুন প্যাক। এটি ত্বকে পাতলা করে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।