সম্প্রতি এক গবেষণায় বিশেষজ্ঞরা দেখেছেন, শুধু ধূমপানের কারণে অন্তত ১৫ ধরনের প্রাণঘাতী ক্যান্সার হতে পারে। আর ১০ ধরনের লাং বা ফুসফুসের ক্যান্সারের ৯টিই হতে পারে ধূমপানজনিত কারণে। আপনি যখন ধূমপান করেন তখন সিগারেট পুড়ে যে ধোঁয়া তৈরি হয় তাতে অন্তত ৭০ ধরনের বিষাক্ত পদার্থ নিঃসরিত হয়। এ থেকে হতে পারে প্রাণঘাতী সব ক্যান্সার।

রিডার্স ডাইজেস্ট-এর এক গবেষণা রিপোর্টে আরো উল্লেখ করা হয়, কোনো পরিমাপ নেই। মাত্র একটি সিগারেটের ধোঁয়া থেকে পরোক্ষ ধূমপায়ী হতে পারেন ক্যান্সারের মতো অনাকাঙ্ক্ষিত জটিলতার শিকার। পরোক্ষ ধূমপান হচ্ছে এমনই যে, আপনার পাশে বসে কেউ ধূমপান করলো আর সে ধোঁয়া যদি আপনি গ্রহণ করেন তাহলেই আপনি ঝুঁকিতে পড়লেন। পরোক্ষ ধূমপায়ীর শুধু লাং ক্যান্সারের ঝুঁকি রয়েছে তাই নয়, হতে পারে ব্রেস্ট ক্যান্সারও।

তাই আপনার নিজের জীবন এবং প্রিয়জনের জীবন রক্ষায় আজই ধূমপান ছেড়ে দিন, ক্যান্সার থেকে বাঁচুন। বিশেষজ্ঞরা এটাও বলছেন, ধূমপান ছেড়ে দিলে পর্যায়ক্রমে ফুসফুস আবার আগের মতো স্বাভাবিক হতে শুরু করে। হ্রাস পায় ফুসফুসের ক্যান্সারসহ অন্যান্য ধূমপানজনিত জটিলতার ঝুঁকি।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ