৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

পুরুষের যৌন জীবণে বাঁধা `ক্রনস ডিজিস` !

আমেরিকার নিউ জার্সির মাইকেল এ উইস জানান যে, যৌন জীবনটা নিয়মিত রয়েছে তার। তবে কখনোই নিজেকে মেলে ধরতে পারেননি। এখন তার বয়স ৫৩। কিন্তু তিনি জানালেন, আমি কেবল সেক্সই করেছি। কারও সঙ্গেই অন্তরঙ্গতা ছিল না তার।
গত ৩২ বছরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০ বারেরও বেশি সময়। তার অস্ত্রপচার হয়েছে ৩০ বারের মতো। এ সবকিছুর কারণ হলো, ২১ বছর বয়স থেকেই তিনি ক্রনস রোগে আক্রান্ত।

প্রায় সময়ই দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন তিনি। কিছু হয়তো খেয়েছেন। আর সেক্স করা করার সময় বাথরুমে দৌড়াতে হলো। বয়স বাড়ার সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত রোগ তার কাছে সহনীয় হয়ে উঠতে থাকে। কিন্তু এখনো তিনি অন্তরঙ্গ কোনো সম্পর্কে জড়াতে ভয় পান। যদি এই রোগ সম্পর্কের মাঝে চলে আসে।

ক্রনস ডিজিস এবং সেক্স: এই রোগ গ্যাস্ট্রোইনটেস্টিনাল ট্র্যাক্টস-এ ক্রনিক প্রদাহ সৃষ্টি করে। সাধারণত ৩৫ বছরের আগেই ধরা পড়ে এবং বয়সের সঙ্গে অবস্থা আরো খারাপ হতে থাকে। নারী-পুরুষ উভয়ের মাঝেই সমানতালে দেখা যায়। ক্রনস অ্যান্ড কোলিটিস ফাউন্ডেশন অব আমেরিকা জানায়, সে দেশের ১.৬ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত।

ক্রনস ডিজিসের লক্ষণ প্রকাশ পায় অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, কনস্টিপেশন এবং রেক্টাল ব্লিডিংয়ের মধ্য দিয়ে। এই রোগে আক্রান্তরা রোগের বিষয়ে অন্যদের সঙ্গে কথা বলতে খুবই অস্বস্তিবোধ করেন।

আক্রান্তরা সব সময় দুশ্চিন্তায় থাকেন। নতুন কোনো খাবার খাবেন কিনা তা নিয়ে দারুণ দুশ্চিন্তায় থাকেন। যেকোনো অনুষ্ঠান বা উপলক্ষে খাবার খাওয়ার আগে ভয় ধরে যায় তাদের। কিছু খেলেই মুহূর্তের মধ্যে তাদের বাথরুমে দৌড়াতে হয়। যৌনতাসহ জীবনটাই বেশ কঠিন হয়ে ওঠে। আরো কিছু সমস্যা রয়েছে। কারো কাছাকাছি হলেই সহজ বোধ করবেন না। যৌনকর্মের সময় অস্বস্তি কাজ করতে থাকবে।

সেক্সয়াল পারফরমেন্সের দিক থেকে দারুণ ঝামেলায় পড়ে যান পুরুষরা। আকাঙ্ক্ষার অভাব, শারীরিক সমস্যা সবমিলিয়ে পেরেশাদি দেয় অনেক। পুরুষরাই বেশি যৌন সংক্রান্ত সমস্যায় ভোগেন। ৩৮ শতাংশ রোগী জানান, তারা যৌন সমস্যায় ভুগছেন। ২৬ শতাংশ জানান, এই রোগ তাদের রীতিমতো সেক্স থেকে দূরে রেখেছে। আর ১৮ শতাংশ যৌনকর্মের সময় বিভিন্ন ভীতিকর অবস্থায় পড়েছেন।

চিকিৎসক ও রোগীর একসঙ্গে কাজ করতে হবে: বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকরা রোগীর যৌন জীবন নিয়ে কথা বলতে চান না। দেখা গেছে, ১৪ শতাংশ বিশেষজ্ঞ এ নিয়ে কথা বলেন। কিন্তু ৫৩ শতাংশ কোনো কথাই বলেন না। এ পরিসংখ্যান প্রকাশিত হয় আমেরিকান কলেজ অব গ্যাস্ট্রোএন্টারোলজির ২০১৪ সালের সভায়।

চিকিছৎসকদের ২৭ শতাংশ এ নিয়ে কথা বলতে কোনো ঝামেলা নেই বলেই মনে করেন। আর ৩৮ শতাংশ এ নিয়ে কথা বলাটা সমস্যা বলেই মনে করেন। আর ২৫ শতাংশের কাছে রোগী নিজে থেকে বিষয়টি তুললে বেশ ভালো হয় বলে মত দেন। সূত্র: ফক্স নিউজ

Comments

comments