জন্ম নিয়ন্ত্রণ বড়ি’তে ক্ষতিগ্রস্থ ২০ শতাংশ পুরুষ !!!
বার্থ কন্ট্রোল পিল মানেই মহিলাদের জন্য। এমনটাই মনে করা হত এতদিন। সম্প্রতি এসে গেছে পুরুষদের বার্থ কন্ট্রোল পিল। কিন্তু তা কতটা নিরাপদ?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সক্ষমতা বাড়া, কমা নির্ভর করে টেস্টোস্টেরন হরমোনের তারতম্যের উপর। তাই কৃত্রিম ভাবে ওষুধের সাহায্য টেস্টোটেরন হরমোন বাড়িয়ে কমিয়ে পরীক্ষা চালান বিশেষজ্ঞরা। তবে তার ফলে ২০ শতাংশ পুরুষের মধ্যে ওজন বেড়ে যাওয়া, রক্তে কোলেস্টেরলের সাম্য নষ্ট হওয়ার সমস্যা দেখা গিয়েছে।
মিনেসোটা কলেজ অফ ফার্মাসির মুখ্য গবেষক গুন্ডা আই জর্জ জানাচ্ছেন, এই ধরণের ওষুধ বাজারে আনার অনেক ঝুঁকি থেকে যায়। আমাদের এমন ভাবে ওষুধ বানাতে হবে যাতে কোনো ভাবেই যৌন উদ্দীপনা কমে না যায়।
বেশ কিছু সংস্থা এর মধ্যেই বাজারে পুরুষদের কন্ট্রাসেপটিভ পিল আনলেও তা বিশেষ জনপ্রিয় হয়নি। গবেষকদের মতে এই ধরণের ওষুধ ব্যবহার করার আগে খেয়াল রাখতে হবে তা যেন স্থায়ী কোনো প্রভাব না ফেলে। স্থায়ী ভাবে শুক্রাণুর সক্ষমতা নষ্ট হলে ভবিষ্যতে সন্তানের জন্মও অনিশ্চিত হয়ে পড়বে।
Related Posts
Comments
comments