৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

দাঁতের অসুখ জানুন !!!

দাঁত মানুষের অমূল্য সম্পদ। দাঁতের সাহায্যে মানুষ খাদ্য খেয়ে থাকে। অনেক সময় মুখ হতে লালা রস বাইরে এসে খাদ্যদ্রব্যের সাথে মিশে পরিপাক ক্রিয়ায় সাহায্য করে। দাঁত সৌন্দর্যের অঙ্গ, দন্তহীন ব্যক্তিরা স্পষ্ট কথা বলতে পারে না এবং তাদের মুখের আঁকার নষ্ট হয়ে যায়। হজম কাজের সাহায্যের জন্য খাদ্য টুকরা টুকরা করা দাঁতের কাজ।
দাঁতের গঠন জনিত ত্রুটি, দাঁতের অযত্ন, আঘাত দাঁতের পোকা, বেশি গরম, শীতল খাদ্য, মিষ্টি এবং টক খাদ্য গ্রহণ এবং অপরিষ্কার জনিত জীবাণু দূষণে দাঁতের গোড়া ফুলে যায় এবং ব্যথা হয়।
লক্ষণ ১
দাঁতের ক্ষয় কিংবা আঘাত প্রাপ্ত অংশ ভাঙ্গা দেখা যাবে। দাঁতের গোড়া ফুলে লাল হয়ে যায়। মনে হয় দাঁতের গোড়ার মাংস বৃদ্ধি হয়েছে। তীব্র ব্যাথা হয়, ব্যাথা সেই পার্শ্বের মাথা এবং কানের চিপে ছড়িয়ে পড়ে। ব্যাথার তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে। উষ্ণ গরম পানিতে করলে ব্যাথা বাড়ে। দাঁতে টোকা লাগালে রক্তপাত হতে পারে।
দন্তক্ষয় রোগ/পোকা খাওয়া আহারের পর খাদ্য এর কিছু দাঁতের ফাঁকে অথবা আশেপাশে লেগে থাকতে পারে। সেখানে ব্যাকটেরিয়া নামক এক জাতীয় জীবাণু উৎপত্তি করে। এই দাঁতে সামান্য গর্তের সৃষ্টি করে। প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ না করলে এি গর্ত দিনে দিনে বড় হতে থাকে। এই পর্যায়ে আক্রান্ত দাঁতের খারাপ অংশটুকু দন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফেলে দিয়ে সুষ্ঠ ভাবে গর্ত পূরণ করে দিতে হবে।
লক্ষণ ২
প্রথমে গরম, ঠান্ডা এবং মিষ্টি অথবা টক জাতীয় খাদ্য খেলে দাঁতে শিহরন হয়ে উঠে এবং ব্যাথা অনুভূত হয়। পরে এটা সার্বক্ষণিক ব্যাথায় পরিণত হয় কিংবা অসহনীয় হয়ে উঠে। ক্ষয় প্রাপ্ত দাঁতের চিকিৎসা না করা হলে দাঁতটি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যায় কিংবা এর নিচে ক্ষতের সৃষ্টি হতে থাকে। ক্ষতের লক্ষণ দাঁত মৃদু নাড়ায় ব্যথা অনুভূত হয়। দাঁতের গোড়া ফুলে যায়। সম্পূর্ণ মুখমন্ডল ফুলে যেতে পারে। এক্ষেত্রে করনীয় দাঁতের সৃষ্ট গর্ত দন্ত চিকিৎসকের সাহায্যে পিলিং করে নিতে হয়।
ক্ষয় প্রাপ্ত দাঁতটি নষ্ট হয়ে গেলে তুলে ফেলা উত্তম। দাঁতের গোড়ায় প্রদাহ দাঁত কিংবা মাড়িতে খাদ্য দ্রব্য জমা হওয়ায় এবং উত্তম রূপে পরিষ্কার না করার কারণে সেখানে জীবাণু জন্মে। দাঁতের গোড়ার উপরের periosteum meme brain এর সংযোগস্থল নষ্ট করে। ঐ স্থানে জীবাণু জন্মে পচন দুর্গন্ধ যুক্ত দন্ত রোগের সৃষ্টি করে। এভাবে দাঁতের গোড়া ফুলে উঠে এবং কখনও কখনও পুঁজ দেখা যায়। যে সকল মানুষ পরিমিত খাদ্য খেতে পায় না তাদের মধ্যে এই রোগ প্রায় দেখা যায়।
লক্ষণ ৩
এক কিংবা একাধিক মাড়ির সংযোগ স্থলে ক্ষত হয়ে থাকে। দাঁতের গোড়া ফুলে এবং লালচে হয়। কখনও জ্বালা করে ও রোগী খাবারের অনিচ্ছা প্রকাশ করে। ফুলা স্থানে একটু আঘাত লাগলে অথবা জোরে চাপ লাগলে রক্ত ঝরে। অনেক সময় তীব্র ব্যাথা হয় এবং দাঁত নড়বড়ে হয়। মুখে বিশ্রী দুর্গন্ধ হয় এবং কথা বলতে অস্বস্তিবোধ করে। ক্ষতের উপর সাদা আবরণ পড়ে। মুখে ঠান্ডা পানি দিলে শিহরণ লাগে।
১. দাঁতের ভিতরের সমূহ এর গোড়ায় সৃষ্ট শক্ত পাথর দূর করতে হয়। নড়বড়ে দাঁত তুলে ফেলতে হবে।
২. প্রতিদিন মুখ পরিষ্কার রাখতে হয় এবং দাঁতের মাড়িতে আঙ্গুল দিয়ে ঘর্ষণ করে ম্যাসেজ করতে হয়। তবে গ্লিসারিন এসিড দ্বারা ম্যাসেজ করলে ভাল হয় এবং দ্রুত রোগ নিরাময় হয়।
৩. লবণ পানির উষ্ণ স্যালাইন দিয়ে ৩/৪ বার কুলকুচা করলে কিংবা অন্তত বিছানায় যাওয়ার আগে এবং সকালে ঘুম হতে উঠে করলে এই রোগের বিস্তারের সম্ভাবনা কম কমে।
আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার খাদ্য দ্রব্য গ্রহণ কিংবা ব্যস্ততার ও অলসতার কারণে দাঁত ও মুখ খুব ভালভাবে পরিষ্কার রাখা হয়ে উঠে না। ফলে অনেকের মাড়িতে জ্বালা ও রক্তপাত হয়। দীর্ঘদিন এভাবে অবহেলায় সাধারণ রোগ খারাপের দিকে যায় এবং স্নায়ুতন্ত্র নষ্ট হয়। দাঁত নড়বড় করে। দাঁতের এক পাশে ফেটে যায় এমনকি পোকা ধরার মত দেখা যায়। মানুষের মুখে বিভিন্ন রকম জীবাণু থাকে। এসকল জীবাণু সাধারণত কিংবা প্রতি সময় দাঁতের ফাঁকে জমে থাকা পচা খাদ্যের সাহায্যে দ্রুত জীবাণু বিস্তার করে।
এসকল জীবাণু গুলোকে ডেন্টাল প্লাক কিংবা শর্করা ও ব্যাকটেরিয়াল বলে। অবস্থিত জীবাণু গুলো এসিড তৈরি করতে সক্ষম। দাঁতে লেগে থাকা খাদ্য শর্করা কিংবা চিনির সাহায্যে স্থানীয় এসিড তৈরি করে। ধীরে ধীরে এই এসিডে দাঁতের এনামেল ক্ষয় হয় এবং একই ভাবে জীবাণু দাঁতের একেবারে নিচে হাড়ের মধ্যে এসে পুঁজের সৃষ্টি করে।
লক্ষণ ৪
আক্রান্ত দাঁতে প্রচন্ড ব্যাথা হয় এবং চোয়াল ও মুখ ফুলে যায়। আক্রান্ত দাঁতের ফুলা অংশ স্পর্শ করলে বেশ তাপ দেখা যায়। আক্রান্ত অংশে গোটা মাথা এবং দাঁতে ব্যাথা করে। ব্যাথার তাড়নায় ১০৪F পর্যন্ত জ্বর আসে। এক সময় মাড়ি কিংবা নিচের চোয়ালে গালের চামড়া ফেটে পুঁজ বের হয়ে আসে। জ্বালা যন্ত্রণা কমে গেলেও জটিলতা সৃষ্টি হয়।
এক্ষেত্রে করনীয় উত্তম রূপে পুঁজ পরিস্কার করে ড্রেনেজ দিতে হয় এবং প্রতিদিন ড্রেসিং করতে হয়।
লক্ষণ ৫
এক কিংবা একাধিক মাড়ির সংযোগ স্থলে ক্ষত হতে থাকে। মুখ জ্বালাতন করে এবং খাবার গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে। ক্ষতের উপর সাদা আবরণ পড়তে পারে। সহজে রক্ত বের হতে পারে কিংবা রোগীর মুখে দুর্গন্ধ হয়। মুখে লালা বাড়ে এবং রোগী ভালো অনুভব করে না।
দাঁত পরিষ্কার রাখার স্বাস্থ্য সম্মত নিয়ম, দাঁত কিংবা মাড়িতে খাদ্য দ্রব্য জমা হওয়ার কারণে দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগ হয়ে থাকে। এই রোগ আক্রান্ত ব্যক্তিদের দাঁত পরিষ্কার নিয়ম সম্বন্ধে উপদেশ দিতে হবে। যাতে তারা ভবিষ্যতে অসুবিধার সম্মুখীন না হয়। দাঁত কিংবা মাড়ির সঠিক ভাবে পরিষ্কার রাখলে মাড়ি ফোলা রোগ বন্ধ হয়ে যাবে। দন্ত রোগাক্রান্ত ব্যক্তি ছাড়াও সকলকে নিয়মিত দাঁত পরিষ্কার রাখার উপদেশ দিতে হবে।
প্রতিরোধ আরোগ্য হতে শ্রেয়-
ব্রাশ ও দাঁতন দাঁত পরিষ্কার করার জন্য টুথ ব্রাশ এবং টুথপেস্ট ভাল। যদি সঠিক ভাবে ব্যবহার করা যায় তবে দাঁতন একটি উৎকৃষ্ট জিনিস। টুথপেষ্টের পরিবর্তে ব্রাশ কিংবা দাঁতন লবণ ব্যবহার করা যায়। এবং রাতে নিদ্রা যাওয়ার পূর্বে দাঁত মাজা ভাল। দুপুরে আহারের পরও একবার দাঁত মাজা ভাল।
দাঁত মাজার প্রণালী:
সব সময় ভিতর কিংবা বাইরের মাড়ির উপর হতে দাঁত মাজা শুরু করতে হয়। যাতে প্রত্যেকটি দাঁত কমপক্ষে ১০ বার ঘষা হয়। এরপর পানি দ্বারা কমপক্ষে ৩ বার ভালভাবে কুলকুচা করতে হবে যাতে সমস্ত ময়লা বের হয়ে পড়ে।

Comments

comments