টাকা নয় এটিএম থেকে বের হয় সোনা !!!
এটা আর পাঁচটা এটিএম-এর মত নয়। আমরা যেমন কার্ড পাঞ্চ করলেই, নিয়ম মেনে মেশিন থেকে টাকা বের হয়, ঠিক তেমনটা হয় না এই এটিএমটিতে। আবুধাবির একটি হোটেলে বেশ কবছর ধরেই আছে গোল্ড বার এটিএমটি। যেখানে টাকা দিলেই বের হয় সোনা।
আমরা যেমন এখানে সোনার দোকানে গিয়ে সোনা কিনি, এই হোটেলে তেমন সোনা কেনা যায় এটিএম মেশিন দিয়ে। এই গোল্ড বার মেশিনের এক প্লেটে টাকা রাখতে হয়। কিছুক্ষণ পর টাকা মেশিনের মধ্যে ঢুকে যাওয়ার পর, ওই টাকায় যত টাকা সোনা পাওয়া যায়, ততটাই বের হয় সেই মেশিন থেকে। অনেককেই এই মেশিনের সামনে লাইন দিয়ে সোনা কিনতে দেখা যায়।
Related Posts
Comments
comments