বাড়িতে লবঙ্গ আছে তো! জেনে নিন, এর গুণাগুণ
শুধু দাঁতের ব্যথাই সারায় না। লবঙ্গের হাজার গুণাগুণ রয়েছে। একবার জেনে নিন—
❏ কাজ করতে ইচ্ছে করছে না? এক কাপ চায়ে এক ফোঁটা লবঙ্গ তেল ফেলে খেয়ে নিন। তরতাজা লাগবে।
❏ এক কাপ পানিতে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ঘরে স্প্রে করুন। ঘরের দুর্গন্ধ চলে যাবে।
❏ ছোট্ট ফ্ল্যাটের রান্নাঘরে অনেক সময়ই কোনো জানালা থাকে না। তাই মাঝেমধ্যে অদ্ভুত গন্ধ বেরোয়। পানিতে লবঙ্গ দিয়ে ফোটান। মুশকিল আসান।
❏ ফ্লাক্সে অনেক সময় গন্ধ হয়। ভালভাবে পরিষ্কার করার পর লবঙ্গ দিয়ে রেখে দিন।
❏ ব্রণ, ফুঁসকুরিও উপশম করে লবঙ্গ তেল। পানিতে মিশিয়ে মুখে লাগান। তবে বেশি নয়।
❏ গাছে পোকা মারার ওষুধ দেবেন না। বরং যেই গাছে পোকা ধরেছে, তার পাশের টবে লবঙ্গ গাছ পুঁতে দিন। পোকা গায়েব।
❏ লবঙ্গ চেবালে হাইপার টেনশন নিয়ন্ত্রণে থাকে।
❏ রান্নাঘরে খাবার-দাবারের জন্য মাছি আসে। একটা বাটিতে কয়েকটা লবঙ্গ রেখে দিন।
❏ লবঙ্গ আর দারুচিনির তেল পানির সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করুন। পিঁপড়ে আসবে না।