হিয়েলথি নামের ২৯ বছরের এক লোক হসপিটালে আসলেন জ্বর এবং বুমি নিয়ে। পরীক্ষা-নিরীক্ষা এবং রোগীর স্বীকারোক্তি মতে হস্তমৈথুনের সময় সাবান/শেম্পু জাতীয় এসিডিক তরল কিছুটা তার লিঙ্গের ভিতর প্রবেশ করে। সাবান দিয়ে হস্তমৈথুনের কারনে তার চামড়া সংবেদনশীল হয়ে পড়ে এবং খুব সহজে ক্ষতের সৃষ্টি হতে পারে, যার ফলে ফরনিয়ার্স গ্যাংরিন (Fournier’s Gangrene) নামক একপ্রকার রোগ দেখা দেয়। ফরনিয়ার্স গ্যাংরিন (Fournier’s Gangrene) রোগটি নানা রকম ব্যাকটেরিয়ার মিশ্র ইনফেকশান থেকে হয়।

সাধারনত এই রকম ইনফেকশান বয়স্ক মানুষদের সহজে হয়,বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মধ্যে এটি বেশি পরিলক্ষিত হয়।

ফরনিয়ার্স গ্যাংরিন রোগের চিত্র

 

ভাগ্যক্রমে ওই রোগীকে এন্টিবায়োটিক ইনজেকশান এবং অপারেশান করে লিঙ্গ অপারেশানের মাধ্যমে বাঁচানো সম্ভব হয়েছে। রোগীর লিঙ্গ টিকিয়ে রাখার জন্য পরপর তিনটি সার্জারী করতে হয়েছিলো। এই সার্জারীতে শরীরের অন্য অংশ থেকে লিঙ্গে চামড়া স্থানান্তর করা হয়েছে কারন যদি এই ব্যাকটেরিয়া চামড়ায় আরো বৃস্তিত অঞ্চলে ছড়িয়ে পড়ে তবে তা সত্যিকারের প্রানঘাতী হতে পারে। এই সার্জারী ব্যায়বহুল এবং অনেক অভিজ্ঞ ডাক্তারের কাজ।