এবার তৈরি হল স্ট্রোক, প্যারালাইসিসের নতুন চিকিৎসা !!!
ব্রেন স্ট্রোক! প্যারালাইসিস? আর ভয় পাওয়ার কিছু নেই। শুধু সুস্থ করে নয়, এখন রোগীকে সচল করেও বাড়ি ফেরাচ্ছেন চিকিৎসকরা। আধুনিক এই চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে কলকাতায়।
ব্রেন স্ট্রোক। হাজার হাজার টাকা খরচ। এরপর অনেক ক্ষেত্রেই দেখা যায় শরীরের কোনো অংশে প্যারালাইসিস। কোনোমতে প্রাণে বাঁচিয়ে রোগীকে বাড়িতে ফেরান চিকিৎসকরা। কিন্তু সেদিন এখন শেষ।
এখন এসে গেছে স্ট্রোক রিহ্যাব পদ্ধতি। কী এই পদ্ধতি? আসুন একনজরে দেখে নেয়া যাক। এই নয়া পদ্ধতিতে স্ট্রোকের চিকিৎসার পর প্যারালাইসিস থেকে রোগীকে মুক্তি দিতে চিকিৎসা করা হয়। এর জন্য হাসপাতালের মধ্যেই থাকে জিমখানা। প্যারালাইসিসে আক্রান্ত রোগীর ফিজিওথেরাপি যেমন চলে, তেমনই তার আত্মবিশ্বাস ফেরাতে নানা পদ্ধতি অবলম্বন করা হয়।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
তবে একেক ক্ষেত্রে একেক রকম পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। খাস কলকাতাতেই এমন চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। যেখানে ব্রেন স্ট্রোকের পর প্যারালাইসিসে আক্রান্ত হয়েও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সত্তর বছরের বৃদ্ধাও।
অনেকেই ভাবছেন, এই রিহ্যাব পদ্ধতিতে হয়তো অনেক খরচ। কিন্তু চিকিৎসকরা বলছেন, খরচ খুব একটা বেশি নয়।