রমজানে হজমের সমস্যা দূর করার কিছু উপায় !!!
হজমের সমস্যা বেশ অস্বস্তিকর একটি বিষয়। অস্বাস্থ্যকর ও ভারসাম্যহীন খাদ্যাভ্যাস হজমের সমস্যার কারণ। দীর্ঘমেয়াদি হজমের সমস্যা তীব্র স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে। আর রমজানে বেশিরভাগ মানুষই হজমের সমস্যায় ভুগেন। এই রমজানে হজমের সমস্যা থেকে রক্ষা পেতে ওষুধ নয়।
এ সমস্যা সমাধানে রয়েছে ঘরোয়া উপায়। যেগুলো মেনে চললে হজমের সমস্যা অনেকটাই কমানো যায়। এতে লাগবে আদা, মধু ও লেবু। আদা হজম ভালো করতে কাজ করে। মধু ও লেবুর মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এগুলো হজমের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে।
উপাদান
– পাতলা তিন থেকে চার টুকরো আদা
– এক কাপ পানি
– দুই চা চামচ লেবুর রস
– দুই থেকে তিন চা চামচ মধু
প্রণালি
– গরম পানিতে আদা টুকরোগুলো নিন
– একে পাঁচ থেকে সাত মিনিট ফুটান
– চুলা থেকে নামিয়ে মধু ও লেবুর রস দিন
– ঠান্ডা হলে পান করুন
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
এই প্রণালি হজম ভালো করতে সাহায্য করবে। তবে বেশি আদা দেওয়া যাবে না। এতে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। পাশাপাশি যদি শরীরে জটিল কোনো সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবারটি গ্রহণ করুন।