মুলতানি মাটি দূর করতে পারে চুলের খুশকি !!!
মুলতানি মাটি প্রাকৃতিক ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। আমরা জানি, এই মাটি ত্বকের জন্য খুবই উপকারী। কিন্তু আপনি কি জানেন এটি চুলের জন্য কতটা কার্যকর? মুলতানি মাটি মাথার ত্বকের দূষিত পদার্থ দূর করে। এ ছাড়া এই উপাদানটি খুশকি, মাথার ত্বকের ব্রণ ও সংক্রমণ জাতীয় সমস্যারও সমাধান করে। খুশকি দূর করতে কীভাবে মাথায় মুলতানি মাটি ব্যবহার করবেন সে সম্বন্ধে একটি পরামর্শ দেওয়া হয়েছে মেটা গার্লি ওয়েবসাইটে।
যা যা লাগবে
গোলাপজল, মুলতানি মাটি ও টকদই।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে আধা কাপ গোলাপজল নিন। এবার এতে এক টেবিল চামচ মুলতানি মাটি ও এক টেবিল চামচ টকদই নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মাথার তালু ও চুলে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের রুক্ষতাও দূর হবে।
Related Posts
Comments
comments