কোনো উদ্দেশ্যে ঘর থেকে বেরনোর পর পেছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হয় ?
অনেক লোক আছে যারা সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় কেউ যদি পেছ্ন থেকে ডাক দেয়, তাহলে মনে করে এটা কুলক্ষণ; এতে যাত্রা আশুভ হবে। এমনও অনেকে আছেন এমনটা ঘটার পর সেদিন আর ঘর থেকে বেরই হন না বা একটু অপেক্ষা করে পরে বের হন। এটি একটি অমূলক ধারণা, যার কোনো ভিত্তি নেই।
ইসলামের মৌলিক কথা হলো- কল্যাণ-অকল্যাণ, লাভ-ক্ষতি এবং সব ধরনের শুভ ও অশুভ মালিক একমাত্র আল্লাহ। তার পক্ষ থেকেই সংগঠিত হয়। যখন বা যেদিন আপনার জন্য অশুভ লেখা রয়েছে সেদিন বা তখন তা ঘটবেই; এর সাথে কারো ডাক দেয়ার কী সম্পর্ক? চাই সে ডাক পেছন থেকে হোক বা সামনে থেকে। আল্লাহ চাইলে আমার কল্যাণ হবে নইলে কিছুই হবে না।
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
ইসলামে সুলক্ষণ বা কুলক্ষণ বলতে কিছু নেই। কুলক্ষণের এ মানসিকতাকে ইসলাম কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ঘেষিত হয়েছে-
لا عدو ولا طيرة ولا هامة ولا صفر
অর্থাৎ রোগ লেগে যাওয়া, কুলক্ষণ, পেঁচা ও সফর- এর কোনো বাস্তবতা নেই। [সহিহ বুখারি, হাদিস নং- ৫৭০৭]
এই ধরনের ভিত্তিহীন ও অমূলক ধারণার ভিত্তিতে সকালবেলা বা যাত্রার শুরুতে শুধু শুধু নিজের কাজের মনোবল নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং এমন অমূলক ধারণা পরিত্যাগ করা প্রতিটি মুমিনের অবশ্যকর্তব্য। আল্লাহ আমাদেরকে হেফাযত করুন। আমিন।¬
মুফতি মনিরুল ইসলাম