বেশি আনন্দ হার্টের জন্য হতে পারে ক্ষতিকর !!!
আনন্দে থাকতে কে না ভালোবাসে। আনন্দে থাকতে পছন্দ করে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু বেশি আনন্দ নাকি ক্ষতির কারণ ডেকে আনে। সম্প্রতি সুইজারল্যান্ডের একদল গবেষক জানালেন সে কথাই। গবেষকদের মতে, বেশি আনন্দের মুহূর্তগুলো বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরির পাশাপাশি মানুষের হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর হয়েও উঠতে পারে । গবেষকরা জানিয়েছেন, বেশি আনন্দে থাকার সময় হার্টের একটি অংশ অতিরিক্ত প্রসারিত হয়। এ কারণে সেটিতে বাড়তি চাপ তৈরি করে। ফলে হার্ড স্টকের ভয় থাকে। এছাড়াও দি ইউনিভার্সিটি হসপিটাল জুরিখের গবেষণায় বেড়িয়ে এসেছে যে, অতিরিক্ত রাগ বা ভয়ের অনুভূতিও মানব জীবনের জন্য একই রকম সমস্যা ডেকে নিয়ে আসতে পারে।
গবেষকরা গবেষণা করে দেখেছেন, বিশ্বে প্রতি বিশজন মানুষের মধ্যে অন্তত একজন অতিরিক্ত আনন্দের খবরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি কষ্টের খবরে আরো বেশি মৃত্যু ঘটে বলে জানিয়েছেন গবেষকরা।
সম্প্রতি ১৭৫০ জনের উপর গবেষণাটি চালিয়ে এই তথ্য বের করা হয়েছে। গবেষকরা দেখেছেন, বেশিরভাগ হৃদপিণ্ডজনিত জটিলতা যে সময় তৈরি হয় সেগুলো হচ্ছে, জন্মদিনের অনুষ্ঠান, ছেলের বিয়ে, পাঁচ দশক পরে কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা, দাদি হওয়ার খবর, প্রিয় রাগবি দলের জয়, ক্যাসিনোর জ্যাকপট জয়ের মত ইত্যাদি আনন্দের খবরগুলো।
Related Posts
Comments
comments