আকরকরা এই ভেষজ এর যত ঔষধি গুণাগুণ!
আকরকরা গুল্মজাতীয় লতানো গাছ। এর পাতা ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা হয়। কিনারা খাজকাঁটা। ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের। আকরকরার মূল ধূসর বর্ণের এবং চিবোলে জিহ্বা চিন চিন করে। এটির মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।ভেষজ দোকানে খোঁজ করলেই এটি পেয়ে যাবেন। স্থানভোদে একে আকুর খুরা, আকর কাটা প্রভৃতি নামে ডাকা হয়। আকরকরা এর যে বিভিন্ন গুণাগুণ রয়েছে তার বিবরণ এখন আলোচনা করা হল :
উপকারিতা :
যৌন শক্তি বর্ধক
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
যৌন শক্তি বর্ধক ও উত্তেজক ৷ লিঙ্গ শীতল জনিত রোগে বিশেষ উপকারী ৷
মৃগী রোগ নিরাময় :
প্রথমে আকরকরা গাছের পাতা সিদ্ধ করে ক্বাথ তৈরী করে নিতে হবে । এরপর এই ক্বাথ নিয়মিত সেবন করলে মৃগীরোগ নিরাময়ে ভাল উপকার পাওয়া যায় ।
সর্দি কাশি নিরাময়ে :
প্রথমে এই গাছের মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি , কাশি , বৃক্বের কফ নি:সরণ ও বলকারক রোগে উপকার পাওয়া যায় ।
শীতলজনিত রোগ নিরাময়ে :
শীত কালে নানা ধরনের রোগ দেখা যায় । তবে এই শীতলজনিত রোগের থেকে মুক্তি পেতে েএই গাছের মূল বিশেষ উপকারি ।
মাথাব্যথা নিরাময়ে :
আকরকরা গাছের পাতা বেটে মাথায় প্রলেপ দিয়ে রেখে দিলে আপনার ব্যথা নিরাময়ে হয়ে যাবে ।
পক্ষাঘাত নিরাময় :
আকরকরা গাছের মূল সেদ্ধ করে খেলে পক্ষাঘাত এর জন্য খুবই উপকারি ।