স্বামী-স্ত্রী মিলেই পর্ন দেখা ভালো!
‘টাইমস অব ইন্ডিয়া’র ওই প্রতিবেদনে বলা হয়, স্বামী-স্ত্রী একসঙ্গে পর্ন দেখলে তা একদিকে যেমন তাদের যৌনমিলনের আকাঙ্খাকে বাড়িয়ে তোলে ঠিক তেমনই ‘সেক্সুয়াল অ্যাক্ট’-কেও প্রভাবিত করে। ওই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়, পর্ন দেখা কোনও ‘পাপ’ নয়। বরং বৈবাহিক সম্পর্কে সমস্যা তখনই বাড়ে, যখন স্ত্রী-পুরুষ একসঙ্গে পর্ন দর্শনে অনীহা প্রকাশ করে।
অনেক মহিলাদেরই মত, “স্বামী-স্ত্রী একসঙ্গে পর্ন উপভোগ করছে, এটা অনেক ভালো। বরং যদি কোনও সঙ্গী পর্ন দেখার সময় নিজের সঙ্গিনীর বদলে অন্য কারোর কথা ভাবে, তাহলে তা সঙ্গীকে ঠকানোর সমান। মনোবিদদের মত, “পর্ন কখনই আত্মার পরিতৃপ্তির একমাত্র পথ হতে পারে না। একসঙ্গে পর্ন দেখা, এটা অবশ্যই দুজনের সম্মতিতেই হওয়া উচিত। পর্ন কখনও কখনও ছোট্ট পরিসরে উপকারী হতে পারে, বড় পরিসরে নাও হতে পারে”।
মনবিদরা আরও বলছেন-
এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD
* সঙ্গী এক্স-ভিডিও দেখছে মানেই সে সম্পর্ককে অসম্মান করছে, তেমনটা একেবারেই ভাবা উচিত নয়।
* এক্স-ভিডিও দেখার মধ্য দিয়ে অনেক ক্ষেত্রেই সেক্সুয়াল রিলেশনশিপের উন্নতি হয়।
সূত্র: জি24