১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, বৃহস্পতিবার

More results...

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Filter by Categories
Uncategorized
ইসলামী জীবন
ঔষধ ও চিকিৎসা
খাদ্য ও পুষ্টি
জানুন
নারীর স্বাস্থ্য
পুরুষের স্বাস্থ্য
ভিডিও
ভেসজ
যৌন স্বাস্থ্য
রান্না বান্না
লাইফ স্টাইল
শিশুর স্বাস্থ্য
সাতকাহন
স্বাস্থ্য ও সৌন্দর্য
স্বাস্থ্য খবর

গরমে ত্বক ভালো রাখতে খেজুর খান

গরমে ত্বকের সুস্থতার জন্য সঠিক পুষ্টির প্রয়োজন। এই পুষ্টি পূরণের প্রয়োজন সুষম খাবার, যা খেতে হবে পরিমাণে কম।

গরমে শরীরে সবচেয়ে বেশি দেখা দেয় পানিশূন্যতা। এ পানিশূন্যতা পূরণে চাহিদামাফিক পানি পান করতে হবে। তবে একসঙ্গে অনেক পানি না খেয়ে ২ ঘণ্টা পর পর বা চাহিদানুযায়ী পানি পান করতে হবে। প্রতিদিন পানি খেতে হবে ৬ থেকে ৮ গ্লাস। এ ছাড়া পান করতে পারেন ডাবের পানি, স্যুপ ও বিভিন্ন ধরনের ফলের শরবত।

তবে ক্যাফেইনজাতীয় খাবার চা ও কফি কম খাওয়াই উচিত। এসব খাবার খেলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এতে ত্বক শুষ্ক হয়ে যায়।

এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিকানা: – YouTube.com/HealthDoctorBD

আসুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে, যা গরমে ত্বক ভালো রাখে-

১. দীর্ঘ সময়ে শরীরে শক্তি জোগায় এমন খাবার খেতে পারেন। লাল আটার রুটি, বাসমতি চালের ভাত , সকল প্রকার সবজি ও শিম খেতে পারেন।

২. ফাইবারসমৃদ্ধ খাবার যেমন- ছোলা, লাল আটার রুটি, সিরিয়ালস, ওটস, পাস্তা ও সব ধরনের শাকসবজি খেতে পারেন।

৩. খেতে পারে কাজুবাদাম ও বাদামজাতীয় খাবার। এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, ফ্যাটিঅ্যাসিড ও ফাইবার, যা ত্বকের রুক্ষ্মতা দূর করে উজ্জ্বলতা ধরে রাখবে।

৪. এ সময় খেতে পারেন খেজুর, জাম ও স্ট্রবেরি। এসব খাবারে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিংক, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ ছাড়া মৌসুমি ফলের রসও খেতে পারেন।

Comments

comments